ভারতের উত্তর আন্দামান সাগর ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে, যে ঝড়ের নাম হবে ‘যশ’।
তারপর ঘূর্ণিঝড়টি উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। সবশেষ উড়িষ্যা-পশ্চিমবঙ্গ হয়ে আগামী ২৬ মে বুধবার বাংলাদেশের খুলনা উপকূলে পৌঁছতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ বৃহস্পতিবার রাতে নিউজবাংলাকে জানান, ২২ থেকে ২৩ তারিখের দিকে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি পরবর্তীতে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঝড়টি উড়িষ্যা ও পশ্চিমবঙ্গে প্রভাব ফেলতে পারে। বাংলাদেশে প্রভাবও না ফেলতে পারে।
তিনি বলেন, ‘তারপরও আমরা আগে থেকে সতর্ক করছি, যাতে আমাদের দেশের মানুষ আগে থেকেই সচেতন থাকতে পারে। ঝড়টি বাংলাদেশে আসলে খুলনা এলাকায় আসতে পারে। তবে ঝড়ের গতিপথ পরিবর্তনও হতে পারে।
‘বাংলাদেশে আসলেও ঝড়ের গতি কমে নরমাল হয়ে যাবে। এই ঝড়ের প্রভাবে বাংলাদেশে প্রচুর বৃষ্টি হতে পারে।’
এদিকে ভারতের আলিপুর আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার জানিয়েছে, আন্দামানের উত্তরে এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের কাছে ২২ মে নাগাদ একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। নিম্নচাপটি ক্রমশ শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ের আকার নেবে ২৪ মে-র মধ্যে। তার পর সেটি ছুটে আসবে ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলের দিকে।
আলিপুর আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, আগামী বুধবার সকালের দিকেই পশ্চিম বাংলায় আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ‘যশ’। তার আগে মঙ্গলবার থেকেই উপকূলবর্তী জেলাগুলিতে অল্প থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হবে। ফাঁকা এলাকায় ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং কুমিল্লা ও কুষ্টিয়া অঞ্চলসহ ঢাকা, রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্য এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
বর্তমানে সীতাকুণ্ড, চাঁদপুর, নোয়াখালী ও ফেনী জেলাসহ ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।