নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরিরের এক আইটি বিশেষজ্ঞকে গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
তার নাম এইচ.এম. মেহেদী হাসান রানা। বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জে।
বুধবার সন্ধ্যা ৬টার দিকে তাকে কক্সবাজারের উখিয়ার পালংখালী এলাকা থেকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি এন্ড্রয়েড মোবাইল ফোন, দুইটি সিমকার্ড ও তিন রকমের সাতটি ‘হিযবুত তাহরির’ লিফলেট জব্দ করেছে।
বৃহস্পতিবার দুপুরে এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান এ তথ্য জানান।
এটিইউ জানায়, মেহেদী হাসান রানা ফার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি পাস করেছে। তিনি তিন বছর ধরে ব্র্যাকে অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার হিসাবে কাজ করছেন।
আসলাম খান জানান, মেহেদী হাসান রানা হিযবুত তাহরিরের আইটি সেক্টরে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করছে। হিযবুত তাহরিরের অনলাইন সম্মেলন ও প্রচারণায় তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।
অনলাইন মিডিয়ায় কথিত খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরির বিভিন্ন প্রচারণাসহ অন্যান্য সদস্যদের মুক্তির জন্যও তিনি চেষ্টা করে আসছিলেন। তাছাড়া বর্তমান গণতান্ত্রিক সরকারকে উৎখাতের মাধ্যমে দেশে খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল।
বুধবার আসামির বিরুদ্ধে কক্সবাজারের উখিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। তাকে আদালতে তোলার প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে জানতে চাইলে ব্র্যাকের পক্ষ থেকে লিখিত বক্তব্যে বলা হয়, 'আমরা অবগত আছি যে কক্সবাজারে কর্মরত আমাদের একজন চুক্তিভিত্তিক কর্মী পুলিশের হেফাজতে আছেন। বিষয়টি যেহেতু তদন্তাধীন, আমরা এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারছি না।'
'ইতোমধ্যে ব্র্যাকের পক্ষ থেকেও একটি ইন্টারনাল ইনভেস্টিগেশন শুরু হয়েছে।'