বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পল্লবীতে হত্যা: সাবেক এমপি আউয়ালকে তুলে নেয়ার অভিযোগ

  •    
  • ২০ মে, ২০২১ ০১:২৪

অভিযোগ উঠেছে, পল্লবীর উত্তর কালশীর বুড়িরটেকের আলীনগর এলাকায় সাহিনুদ্দিনদের আনুমানিক ৫ কোটি টাকা মূল্যের ১০ একর জমি জবরদখলে বাধা দেয়ায় খুন হতে হয় তাকে। আলীনগর আবাসিক এলাকার হ্যাভেলি প্রোপার্টিজ ডেভেলপার লিমিটেডের এমডি লক্ষ্মীপুর-১ আসনের সাবেক এমপি আউয়ালের সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে ভাড়াটে সন্ত্রাসীরা সাহিনুদ্দিনকে হত্যা করে।

রাজধানীর পল্লবীর বুড়িটেকের বাসিন্দা সাহিনুদ্দিনকে প্রকাশ্যে হত্যা মামলার প্রধান আসামি লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়ালকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ উঠেছে।

আউয়ালকে মঙ্গলবার রাতে ভৈরব থেকে তুলে নেয়া হয় বলে তার স্ত্রী পরিচয়ে এক নারী মোবাইল ফোনে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানান। তবে গোয়েন্দা পুলিশ (ডিবি) এ অভিযোগ অস্বীকার করেছে।

জমি নিয়ে বিরোধের জেরে সাহিনুদ্দিনকে বাসা থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করার অভিযোগে তার মা আকলিমা বেগম পল্লবী থানায় সোমবার ২০ জনের নামে মামলা করেন।

এতে প্রধান আসামি করা হয় আউয়ালকে। অন্য আসামিরা হলেন সাবেক ছাত্রলীগ নেতা সুমন, মো. আবু তাহের, মুরাদ, মানিক, মনির, শফিক, টিটু, কামরুল, কিবরিয়া, দিপু, আবদুর রাজ্জাক, মরন আলী, লিটন, আবুল, বাইট্যা বাবু, বড় শফিক, কালু ওরফে কালা বাবু, নাটা সুমন ও ইয়াবা বাবু। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১৫ জনকে আসামি করা হয়েছে।

এজাহারে বলা হয়, ১৬ মে রোববার বিকেল ৪টার দিকে সুমন ও টিটু নামের দুই যুবক সাহিনুদ্দিনকে জমির বিরোধ মেটানোর কথা বলে ফোন দিয়ে বুড়িটেকের বাসা থেকে ডেকে নেন। ফোন পেয়ে সাহিনুদ্দিন তার ছয় বছরের ছেলেকে মোটরসাইকেলে বসিয়ে রওনা হন। তিনি পল্লবীর ডি-ব্লকের ৩১ নম্বর সড়কের ৪০ নম্বর বাসার সামনে পৌঁছালে সুমন, টিটুসহ ১৪/১৫ জন তাকে টেনেহিঁচড়ে ওই বাড়ির গ্যারেজে ঢোকান। পরে সাহিনুদ্দিনকে চাপাতি, চায়নিজ কুড়াল, রামদা দিয়ে এলোপাতাড়ি কোপানো হয়। এ সময় সাহিনুদ্দিনের ছেলে মাশরাফি গেটের বাইরে ছিল।

এরপর সাহিনুদ্দিনকে ওই বাড়ি থেকে বের করে ৩৬ নম্বর বাড়ির সামনে এনে আবার কুপিয়ে সেখানে ফেলে রেখে যাওয়া হয়। ছয় বছরের ওই ছেলের সামনেই পল্লবীর সন্ত্রাসী সুমনের নেতৃত্বে নৃশংসভাবে খুন হন সাহিনুদ্দিন।

হত্যার নেপথ্যে ‘আউয়াল’

সাহিনুদ্দিনের মা আকলিমা বেগমের অভিযোগ, পল্লবীর সেকশন-১২ বুড়িরটেকের আলীনগর আবাসিক এলাকার হ্যাভেলি প্রোপার্টিজ ডেভেলপার লিমিটেডের এমডি লক্ষ্মীপুর-১ আসনের সাবেক এমপি আউয়ালের সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে ভাড়াটে সন্ত্রাসীরা সাহিনুদ্দিনকে হত্যা করেছে। আলীনগর এলাকায় সাহিনুদ্দিনদের আনুমানিক ৫ কোটি টাকা মূল্যের ১০ একর জমি জবরদখলে বাধা দেয়ায় খুন হতে হয় তাকে।

বুধবার সকালে মামলাটি মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) স্থানান্তর করা হয়েছে। এরই মধ্যে মঙ্গলবার মধ্যরাতে এমএ আউয়ালকে ভৈরব থেকে ডিবি পরিচয়ে আটকের অভিযোগ উঠল।

এ বিষয়ে ভৈরব থানার ওসি মো. শাহীন নিউজবাংলাকে বলেন, ‘মঙ্গলবার রাতে আউয়ালের স্ত্রী পরিচয়ে একজন নারী কল দিয়ে আটকের বিষয়টি জানিয়েছেন। তবে তিনি লিখিত কোনো অভিযোগ করেননি।’

তবে আউয়ালকে আটক করা হয়নি বলে জানিয়েছেন মিরপুর ডিবির উপকমিশনার মানস কুমার পোদ্দার। তিনি বলেন, আউয়ালসহ অন্য আসামিদের আটকের চেষ্টা চলছে।

পল্লবী থানা-পুলিশ অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করেছে। তারা হলেন দিপু ও মুরাদ।

পল্লবী থানার ওসি কাজী ওয়াজেদ বলেন, ‘আমরা দুজনকে গ্রেপ্তার করেছি। তারা রিমান্ডে আছেন। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

এ বিভাগের আরো খবর