বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জামায়াত-হেফাজতের রাজনীতি নিষিদ্ধে নির্মূল কমিটির ওয়েবিনার বৃহস্পতিবার

  • কাজী মুকুল, ঢাকা    
  • ১৯ মে, ২০২১ ২৩:৪৫

‘জামায়াত-হেফাজতের সন্ত্রাসের রাজনীতি নিষিদ্ধকরণ: সরকার ও নাগরিক সমাজের করণীয়’ শীর্ষক এই ওয়েবিনারে অংশ নিবেন সংসদ সদস্য, মানবাধিকারকর্মী, বুদ্ধিজীবীসহ আন্তর্জাতিক আলোচকরা।

জামায়াত-হেফাজতের রাজনীতি নিষিদ্ধে নাগরিক সমাজের করণীয় নিয়ে আন্তর্জাতিক ওয়েবিনারের আয়োজন করছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।

বৃহস্পতিবার বিকেল ৩টায় এই ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওয়েবিনারে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জামায়াত-হেফাজতের মৌলবাদী-সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে গণকমিশনের সভাপতি বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মাণিক, জাতীয় সংসদের আদিবাসী ও সংখ্যালঘু বিষয়ক ককাসের সদস্য উবায়দুল মুকতাদির চৌধুরী এমপি, জামায়াত-হেফাজতের মৌলবাদী-সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে গণকমিশনের সদস্য মানবাধিকার নেত্রী আরমা দত্ত এমপি, রিজিওনাল এন্টি টেররিস্ট রিসার্চ ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী শিকদার।

ওয়েবিনারে আরও উপস্থিত থাকবেন বাংলাদেশ নারী প্রগতি সংঘের নির্বাহী পরিচালক মুক্তিযোদ্ধা রোকেয়া কবীর, সুইডেন প্রবাসী নির্মূল কমিটির সর্ব ইউরোপীয় শাখার সভাপতি মানবাধিকার নেতা তরুণ কান্তি চৌধুরী, সুইজারল্যান্ড প্রবাসী গণজাগরণ মঞ্চের সংগঠক অনলাইন অ্যাক্টিভিস্ট অমি রহমান পিয়াল, নির্মূল কমিটির বহুভাষিক সাময়িকী জাগরণের যুগ্ম সম্পাদক অনলাইন অ্যাক্টিভিস্ট লেখক মারুফ রসুল, নির্মূল কমিটির অস্ট্রেলিয়া শাখার সভাপতি ডা. একরাম চৌধুরী ও নির্মূল কমিটির সাধারণ সম্পাদক মানবাধিকার নেতা কাজী মুকুল।

ওয়েবিনারে সভাপতিত্ব করবেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবির।

ওয়েবিনারের লিংক: https://us02web.zoom.us/j/87219561414?pwd=KzVTOEY2TDlmNVls STRKYTBDM0pndz09

নির্মূল কমিটির ফেসবুক পেজ (https://www.facebook.com/একাত্তরের-ঘাতক-দালাল-নির্মূল-কমিটি-104792680905616/) এবং ফেসবুক গ্রুপ (https://www.facebook.com/ groups/nirmul committee) থেকেও অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে।

চুকনগর গণহত্যা দিবস উপলক্ষে নির্মূল কমিটির ওয়েবিনার

চুকনগর গণহত্যা দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় ওয়েবিনারের আয়োজন করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি খুলনা শাখা। ১৯৭১ সালের ২০ মে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর এলাকায় অতর্কিতে হামলা চালিয়ে কয়েক ঘণ্টার ব্যবধানে ১০ হাজারের বেশি মানুষকে নির্বিচারে হত্যা করে। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের গণহত্যার ইতিহাসে এত স্বল্প সময়ে এ ধরনের ভয়াবহ হত্যাকাণ্ডের নজির নেই।

ওয়েবিনারের প্রধান আলোচক হিসেবে থাকবেন নির্মূল কমিটির সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবির। সভাপতিত্ব করবেন নির্মূল কমিটির খুলনা জেলা সভাপতি ডা. শেখ বাহারুল আলম।

আলোচক হিসেবে উপস্থিত থাকবেন নির্মূল কমিটির সহসভাপতি শহীদজায়া শিক্ষাবিদ শ্যামলী নাসরিন চৌধুরী, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির খুলনার জেলা সভাপতি অ্যাডভোকেট মিনা মিজান, জেলা জাসদের সভাপতি খালিদ হোসেন, সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য এস এ রশিদ, বাসদের সমন্বয়কারী জনার্দন দত্ত নান্টু, নির্মূল কমিটির যশোর জেলা সভাপতি হারুণ অর রশীদ, খুলনার ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আব্দুল ওয়াদুদ, নির্মূল কমিটির খুলনা জেলা সহসভাপতি সাংবাদিক গৌরাঙ্গ নন্দী।

এছাড়া আরও আলোচনা করবেন নির্মূল কমিটির খুলনা জেলা সাধারণ সম্পাদক সাংবাদিক মহেন্দ্রনাথ সেন, নির্মূল কমিটির যশোর জেলা সাধারণ সম্পাদক সাংবাদিক সাজেদুর রহমান, নির্মূল কমিটির চুকনগর শাখার সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলামসহ চুকনগর গণহত্যার প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা।

ওয়েবিনারের লিংক: https://us02web.zoom.us/j/81635745642?pwd=ODlhNVc1Zkl6YkNxU1 FoR0ErN3dRUT09

এ বিভাগের আরো খবর