ভাঙচুর ও ধর্ষণ মামলায় হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়েজীকে ফের রিমান্ডে নিয়েছে পুলিশ।
বুধবার দুপুর দুইটায় জ্যেষ্ঠ বিচারিক হাকিম শহীদুল্লাহ কায়সারের ভার্চুয়াল আদালত দুটি মামলায় দুই দিন করে মোট চার দিনের রিমান্ডের আদেশ দেয়।
বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার কোর্ট পরিদর্শক (প্রসিকিউশন) হুমায়ুন কবির।
নিউজবাংলাকে তিনি বলেন, ‘মামলার তদন্তকারী কর্মকর্তা আলাদা আলাদাভাবে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে দুই দিন করে চার দিনের রিমান্ডের আদেশ দেয় আদালত।
এর আগে গত ৬ মে নোমান ফয়েজীর পাঁচ দিনের রিমান্ড দেয় আদালত।
২৬ শে মার্চ চট্টগ্রামের হাটহাজারীতে তাণ্ডবের ঘটনায় দায়ের করা মামলায় ৫ মে কক্সবাজারের চকরিয়া থেকে জাকারিয়া নোমান ফয়েজীকে গ্রেপ্তার করা হয়।
পরদিন ৬ মে রাত ২টার দিকে চট্টগ্রামের হাটহাজারী থানায় এক নারী ধর্ষণ মামলা করেন হেফাজতে ইসলামের এই নেতার বিরুদ্ধে।
মামলার এজাহারে বলা হয়, ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে ফেসবুকে ওই নারীর সঙ্গে নোমানের পরিচয় হয়। মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে তাদের নিয়মিত চ্যাটিং হতে থাকে। এক সময় নোমান তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে হাটহাজারীতে আসতে বলেন।
ওই নারী হাটহাজারী এলে ২০১৯ সালের নভেম্বরে নোমান তাকে হাটহাজারী পৌরসভার কনক বিল্ডিংয়ের নিচ তলায় বাসা ভাড়া করে দেন। এরপর ওই বাসায় এক বছর ধরে তাকে ধর্ষণ করেন। ওই বাসা ছেড়ে চট্টগ্রাম শহরে খালার বাসায় চলে গেলেও নোমান তাকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করেন।
পরে ওই নারী নোমানের প্রতারণা বুঝতে পেরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা করেন।