হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীর বিরুদ্ধে ২০১৩ সালে রমনা থানায় দায়ের করা নাশকতার মামলায় আবার দুই দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।
বুধবার বিকেলে ঢাকার মুখ্যমহানগর আদালতের (সিএমএম) হাকিম ধীমান চন্দ্র মন্ডল এ আদেশ দেন।
মামলাটি তদন্তের দায়িত্বে থাকা গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা জোনাল টিম ইসলামাবাদীকে আদালতে হাজির করে আবার জিজ্ঞাসাবাদ করতে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে।
আবেদনের ওপর শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড আদেশ দেন বলে নিউজবাংলাকে নিশ্চিত করেন আদালতের রমনা থানার সাধারণ নিবন্ধন শাখার সদস্য মো. সোলাইমান।
গত ১১ এপ্রিল মাঝরাতে চট্টগ্রামের হাটহাজারীতে র্যাবের সঙ্গে যৌথ অভিযানে ইসলামাবাদীকে গ্রেপ্তার করে ঢাকার মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
এরপর থেকে বিভিন্ন থানায় কয়েকটি মামলায় তাকে কয়েক দফায় রিমান্ডে নিয়ে বিজ্ঞাসাবাদ করে পুলিশ।