ঢাকা সফরে আসছেন জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট ভলকন বাজকির।
২৫ মে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার। ঢাকা থেকে তিনি পাকিস্তানের ইসলামাবাদে যাবেন। ২৭ মে দুই দেশে তার সফর শেষ হবে।
মঙ্গলবার জাতিসংঘের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঢাকা সফরকালে তুরস্কের সাবেক এই কূটনীতিক ভলকন বাজকির পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে।
ঢাকায় অবস্থানকালে বৈশ্বিক সমস্যা, বহুপক্ষীয় ব্যবস্থা ও জাতিসংঘ নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে তিনি বক্তব্য দিবেন।
এ ছাড়া তিনি কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন।
গত বছর ১৮ জুন তুরস্কের কূটনীতিক ভলকন বাজকির বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ পরিষদের প্রেসিডেন্ট নির্বাচিত হন। এক বছর মেয়াদে তিনি নির্বাচিত হয়েছেন।
ইউরোপিয়ান ইউনিয়নে তুরস্কের একত্রিকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই কূটনীতিক।