বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রোজিনা অবশ্যই ন্যায়বিচার পাবেন: আইনমন্ত্রী

  •    
  • ১৮ মে, ২০২১ ২২:৫৩

আইনমন্ত্রী বলেন, ‘রোজিনা ইসলাম যখন থানায় ছিলেন, তখনই বলেছি। দয়া করে এই আইনে (ডিজিটাল নিরাপত্তা) মামলা নেবেন না। পাঁচ দিনের রিমান্ড নিয়েও আমরা রাষ্ট্রপক্ষ আর্গু করিনি।’

সাংবাদিক রোজিনা ইসলাম অবশ্যই ন্যায়বিচার পাবেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তার গুলশানের বাসভবনে আইনমন্ত্রী সাংবাদিক নেতাদের এ কথা বলেন। তিনি বলেন, ‘ন্যায়বিচার অবশ্যই পাবেন, এটুকু আপনাদের বলতে পারি।’

এর আগে রাত ৯টার দিকে মন্ত্রীর বাসায় যান সাংবাদিক নেতারা। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বিএসআরএফ সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

সাংবাদিক রোজিনা ইসলামকে পাঁচ ঘণ্টার বেশি সময় আটকে রেখে মানসিক ও শারীরিক নির্যাতনের বিষয়টি মন্ত্রীকে অবহিত করেন সাংবাদিক নেতারা। নথি চুরির মামলাকে মিথ্যা বলে মন্ত্রীকে জানান তারা। মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।

স্বাস্থ্য মন্ত্রণালয় যে তদন্ত কমিটি গঠন করেছে, তাতে সাংবাদিকদের অনাস্থা রয়েছে বলে জানানো হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় ছাড়া আইন মন্ত্রণালয় বা অন্য কোনো মন্ত্রণালয়ের মাধ্যমে সুষ্ঠু তদন্তের দাবি জানান সাংবাদিক নেতারা। এ সময় সাংবাদিকদের অভিযোগ ও দাবিগুলো শোনেন মন্ত্রী।

স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলার প্রস্তুতি নিচ্ছিল। আইনমন্ত্রীর হস্তক্ষেপে তা হয়নি বলে জানিয়েছেন মন্ত্রী নিজে।

তিনি বলেন, ‘যখন থানায় ছিল, তখনই বলেছি। দয়া করে এই আইনে (ডিজিটাল নিরাপত্তা) মামলা নেবেন না। পাঁচ দিনের রিমান্ড নিয়েও আমরা রাষ্ট্রপক্ষ আর্গু করিনি।’

বাসভবনের ভেতরে মন্ত্রীর সঙ্গে কথা শেষ করে বাইরে উপস্থিত সংবাদকর্মীদের মুখোমুখি হন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন।

তিনি বলেন, সাংবাদিক রোজিনা ইসলামের সঙ্গে যা হয়েছে সে ব্যাপারে আমরা ন্যায়বিচার প্রত্যাশা করছি। পেশাগত দায়িত্ব পালনের সময় তাকে যেভাবে হ্যারাস করা হয়েছে, দেহ তল্লাশির নামে যেভাবে নির্যাতন করা হয়েছে, এর ছবি ও ভিডিও ফুটেজ আইনমন্ত্রীকে আমরা দেখিয়েছি। আমরা বলেছি ওই সময় যে কর্মকর্তারা এই নির্যাতন চালিয়েছেন সুষ্ঠু তদন্ত করে তাদের বিচার করতে হবে। কিন্তু সেটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের লোকজন দিয়ে নয়। অন্য কোনো মন্ত্রণালয় দিয়ে করতে হবে।

এরপর সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা বলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘এমন একটি ঘটনায় সরকারের সঙ্গে সাংবাদিকদের দূরত্ব সৃষ্টি হোক, এমন কোনো কাজ হয়ে থাকলে সরকার তা দূরীকরণের চেষ্টা করবে।’

স্বাস্থ্য মন্ত্রণালয় ছাড়া অন্য কোনো মন্ত্রণালয় দিয়ে এই ঘটনার তদন্ত দাবি জানানো হয় সাংবাদিকদের পক্ষ থেকে। এর জবাবে মন্ত্রী বলেন, ‘নিশ্চয়ই আমরা সেটা নিয়ে আলোচনা করব।’

রোজিনার জামিনের ব্যাপারে মন্ত্রী বলেন, ‘আগামী পরশুদিন জামিনের শুনানি, আদালত নিশ্চয়ই সবকিছু বিবেচনা করবে। আমিও প্রসিকিউশনকে মামলাটা খতিয়ে দেখার জন্য বলব।’

এ বিভাগের আরো খবর