বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সাংবাদিক রোজিনা কাশিমপুর কারাগারে

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৮ মে, ২০২১ ২১:২৯

ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি গাড়িসহ একটি প্রিজনভ্যানে করে রোজিনাকে মঙ্গলবার বেলা তিনটার দিকে কারাগারে আনা হয়। এ সময় কারাগারের সামনে রোজিনা ইসলামের স্বামী মনিরুল ইসলাম মিঠু ও নিকট আত্মীয়দের দেখা গেছে।

প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে মঙ্গলবার বেলা তিনটার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারে আনা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি গাড়িসহ একটি প্রিজনভ্যানে করে তাকে কারাগারে আনা হয়। কাশিমপুর মহিলা কারাগারের জেলার হোসনে আরা বীথি বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন।

এ সময় কারাগারের সামনে রোজিনা ইসলামের স্বামী মনিরুল ইসলাম মিঠু ও নিকট আত্মীয়দের দেখা গেছে।

রোজিনার স্বামী মনিরুল উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘রোজিনার শারীরিক অবস্থা ভালো না। তার চিকিৎসার ব্যবস্থা করা উচিত।’

রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস আইনে করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ১৫ জুলাই জমা দেয়ার আদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতের বিচারক মো. জসিম উদ্দিন মামলার এজাহার গ্রহণ করে তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে এ তারিখ দেন।

এর আগে সকালে তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চান মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) সরদার আরিফুর রহমান ।

অপরদিকে তার আইনজীবী এহসানুল হক সমাজি রিমান্ড আবেদন বাতিলসহ জামিনের আবেদন করেন।

জামিন আবেদন আংশিক শুনানি শেষে বিচারক বৃহস্পতিবার জামিন আবেদন শুনানির জন্য তারিখ রাখেন।

অপরদিকে তার রিমান্ড আবেদন শুনানি শেষে তা নাকচ করে দেয় আদালত।

এরপর রোজিনা ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক মো. জসিম উদ্দিন।

রোজিনা ইসলাম সোমবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে তাকে অবরুদ্ধ করে রাখেন সেখানকার কর্মকর্তারা। ওই সময় তাকে নির্যাতনের অভিযোগ করেছেন স্বজনরা।

সোমবার রাতে রোজিনাকে শাহবাগ থানায় নিয়ে রাষ্ট্রীয় গোপন নথি চুরির অভিযোগে মামলা করে স্বাস্থ্য মন্ত্রণালয়।

এ বিভাগের আরো খবর