খাদ্য উৎপাদন বাড়িয়ে বাজার সম্প্রসারণের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সভার শুরুতে উদ্বোধনী বক্তৃতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতা ৭ই মার্চের ভাষণে বলেছিলেন, কেউ দাবায়া রাখতে পারবে না, বাংলাদেশের মানুষকে কেউ দাবায়া রাখতে পারবে না- এটাই বাস্তবতা।’
সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী। মন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘মহামারির শুরু থেকেই আমি বলছি, যে করেই হোক খাদ্য উৎপাদন অব্যাহতভাবে বাড়াতে হবে। যাতে খাবারের অভাবটা কোনোভাবেই না হয়। এই দিকটাতে সবাইকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের ইয়ং জেনারেশনকে উৎসাহিত করতে হবে। তাদেরকে ট্রেনিং দিয়ে কাজে লাগাতে হবে। তাদেরকে বলতে হবে, তোমাদের বাড়ির আশেপাশে অনেক জমি পড়ে আছে; সেগুলোকে চাষাবাদের আওতায় নিয়ে আসতে হবে।
‘ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি গড়ে তুলতে হবে। ইন্ডাস্ট্রির মালিক হতে পারে এই যুবকেরা। দেশে একটি বড় বাজার তৈরি হয়েছে। মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে। নিজের দেশকে নিয়েই ভাবতে হবে। শুধু পরমুখী হয়ে থাকলে চলবে না।’
উৎপাদন বাড়িয়ে বাজার সম্প্রসারণের তাগিদ দিয়ে তিনি বলেন, ‘দেশের চাহিদা বাড়ানোর পাশাপাশি রপ্তানিও করা যেতে পারে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান যুগে কেউ একা চলতে পারে না। সবাইকে নিয়েই চলতে হবে। পৃথিবীটা হচ্ছে গ্লোবাল ভিলেজ। উদ্যোক্তা হতে হবে তাদের। প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে এগিয়ে যেতে হবে। প্রযুক্তির যেমন ভালো দিক আছে, খারাপ দিকও আছে। সবকিছু মিলিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং আমরা তা পারব।’