সাংবাদিক রোজিনা ইসলামের জামিন না হওয়া পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সব ব্রিফিং ও উন্নয়নমূলক সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছে সচিবালয় বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)।
সচিবালয়ে মঙ্গলবার সংগঠনটির কার্যালয়ে এক জরুরি বৈঠকে রোজিনা ইসলামের মুক্তিও দাবি করা হয়।
বৈঠক শেষে সংগঠনের সভাপতি তপন বিশ্বাস কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, রোজিনা ইসলামের মুক্তি, তার বিরুদ্ধে আনা মামলা প্রত্যাহার ও তাকে ‘নির্যাতনকারীদের’ বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবিতে বুধবার বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করা হবে।
তপন বলেন, ‘মানববন্ধন শেষে সাংবাদিকদের অন্য সংগঠনগুলোর নেতাদের সাথে বসে দাবি আদায়ে পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এ ছাড়াও সাংবাদিক রোজিনা ইসলামের জামিন না হওয়া পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সব ব্রিফিং ও উন্নয়নমূলক সংবাদ বর্জন করা হবে।’
তবে জাতীয় স্বার্থ বিবেচনা করে করোনা সংক্রান্ত তথ্য প্রচার বর্জনের আওতামুক্ত থাকবে বলেও জানান বিএসআরএফ সভাপতি।
এর আগে সকালে দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক ও বিএসআরএফ সদস্য রোজিনা ইসলামকে ‘হেনস্তা’ ও গ্রেপ্তারের প্রতিবাদে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্রিফিং বয়কট করা হয়।
বিএসআরএফ, বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামসহ (বিএইচআরএফ) কয়েকটি সংগঠন এ বয়কটে অংশ নেয়।
মঙ্গলবার বেলা ১১টার কিছু পরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনটি শুরু হয়। এ সময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগমসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত হন।
সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে বিএসআরএফের সাধারণ সম্পাদক শামীম আহমেদ ঘোষণা দেন বর্জনের।
তিনি বলেন, ‘রোজিনা ইসলামকে হেনস্তা করার অভিযোগে এ সংবাদ সম্মেলন বর্জন করা হলো।’
সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপন নথি চুরির অভিযোগ এনে মামলা করার পর তাকে মঙ্গলবার আদালতে নেয় শাহবাগ থানা পুলিশ। আদালত রিমান্ড আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
মন্ত্রণালয়ে অবরুদ্ধ করার প্রায় পাঁচ ঘণ্টা পর শাহবাগ থানায় এনে রাষ্ট্রীয় গোপন নথি চুরির অভিযোগ তুলে সোমবার রাতে রোজিনার বিরুদ্ধে মামলা করে স্বাস্থ্য মন্ত্রণালয়।
মামলায় বাদী করা হয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব শিব্বির আহমেদ ওসমানীকে। দণ্ডবিধির ৩৭৯ ও ৪১১ ধারা এবং অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের ৩ ও ৫ ধারায় মামলাটি করা হয়েছে।