শিমুলিয়া-বাংলাবাজার নৌপথের দুই ঘাটেই গত তিনদিন ধরে ছিল যাত্রীর চাপ। তবে মঙ্গলবার শিমুলিয়া ঘাটে যাত্রী ছিল কম। বাংলাবাজার থেকে এ ঘাটে এসেছে হাজারো যাত্রী।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কর্মকর্তারা জানান, ঈদের পরও কিছু মানুষ ঢাকা ছেড়ে বাড়ি গেছেন। আবার ঈদ শেষে অনেকে কর্মস্থলে যোগ দিতে রাজধানীতে ফিরছিলেন। এ কারণে দুই ঘাটেই চাপ ছিল। তবে মঙ্গলবার সকাল থেকে ঢাকামুখী যাত্রীদেরই চাপ ছিল।
শিমুলিয়া ঘাটে গিয়ে দেখা যায়, মঙ্গলবার সকালে বাংলাবাজার ঘাট থেকে প্রতিটি ফেরি হাজারো যাত্রী সেখানে এসে ভিড়েছে। সেগুলোতে যানবাহন ছিল অল্প কিছু, যা ঢাকা পড়ে যায় যাত্রীর ভিড়ে।
সকাল থেকে এ নৌপথে ১৭টি ফেরি চলছে।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) শফিকুল ইসলাম বলেন, ‘ঈদ উদযাপন শেষে রাজধানীগামী মানুষের ভিড় বেড়েছে। প্রায় প্রত্যেকটি ফেরিতে বাংলাবাজার ঘাট থেকে অসংখ্য যাত্রী শিমুলিয়া ঘাটে আসছেন।
‘তবে শিমুলিয়া থেকে বাংলাবাজারগামী ফেরিতে তেমন ভিড় নেই। বেশ কয়েকটি ফেরি শুধুমাত্র যানবাহন নিয়ে শিমুলিয়া ঘাট থেকে বাংলাবাজার ঘাটের জন্য ছেড়ে গেছে।’
শিমুলিয়া ফেরি ঘাটের ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) হিলাল উদ্দিন বলেন, ‘পর্যাপ্ত ফেরি থাকায় কোনো যানবাহন কিংবা যাত্রীদের শিমুলিয়া প্রান্তে এসে অপেক্ষায় থাকতে হচ্ছে না। আর সেসব যাত্রী বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়া ঘাটে আসছেন তারা বিভিন্নভাবে ভেঙে-ভেঙে গন্তব্যে রওনা হয়েছেন।’