বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এসএসএফ নিরাপত্তা পাবে বঙ্গবন্ধুর উত্তরাধিকাররাও

  •    
  • ১৭ মে, ২০২১ ১৪:৩০

নিরাপত্তা পাওয়ার সঙ্গে সরকারে থাকা বা না থাকায় কোনো পার্থক্য তৈরি হবে না বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। বলেন, ‘পরিবারের সদস্য বলতে তার দুই কন্যা, তাদের সন্তানাদি, সন্তানাদির স্বামী বা স্ত্রী এবং তাদের সন্তানাদি সংযুক্ত হয়েছে। জাতির পিতার সাথে ক্ষমতার সম্পর্ক নাই। ক্ষমতা না থাকলে উনি প্রধামন্ত্রীর নিরাপত্তা পাবেন না কিন্তু সাবেক প্রধানমন্ত্রী বা জাতির পিতার সন্তান হিসেবে যে নিরাপত্তা পাওয়ার তা পাবেন।’

অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা দিতে গঠিত বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফের নিরাপত্তা পাবেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উত্তরাধিকাররাও।

বাহিনীটি নিয়ে আইন সংশোধন করে তাতে বলা হচ্ছে, জাতির পিতার দুই কন্যা ছাড়াও তাদের সন্তান, সন্তানদের স্বামী বা স্ত্রী ও তাদের সন্তানদের নিরাপত্তা বিধান করবে এসএসএফ।

এমন বিধান রেখে বিশেষ নিরাপত্তা বাহিনী আইন ২০২১ এর খসড়ায় নীতিগত সায় দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এই তথ্য জানান।

তিনি বলেন, ‘যেহেতু আগে অর্ডিন্যান্সের মাধ্যমে ছিল সামরিক শাসনের সময়, এজন্য ১৪ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে যে সিদ্ধান্ত হয়েছে তার প্রেক্ষিতে এটা নতুন করে নিয়ে আসা হয়েছে। আগেরটা ছিল স্পেশাল সিকিউরিটি অর্ডিন্যান্স ১৯৮৪। আগেরটাই মোটামুটি রিভিশন করে নিয়ে আসা হয়েছে।

‘শুধু একটা জিনিস নতুন করে আনা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্য ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে অন্তর্ভুক্ত করা হয়েছে। জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যগণ এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে।’

নিরাপত্তা পাওয়ার সঙ্গে সরকারে থাকা বা না থাকায় কোনো পার্থক্য তৈরি হবে না বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। বলেন, ‘পরিবারের সদস্য বলতে তার দুই কন্যা, তাদের সন্তানাদি, সন্তানাদির স্বামী বা স্ত্রী এবং তাদের সন্তানাদি সংযুক্ত হয়েছে। জাতির পিতার সাথে ক্ষমতার সম্পর্ক নাই। ক্ষমতা না থাকলে উনি প্রধামন্ত্রীর নিরাপত্তা পাবেন না কিন্তু সাবেক প্রধানমন্ত্রী বা জাতির পিতার সন্তান হিসেবে যে নিরাপত্তা পাওয়ার তা পাবেন।

‘এ ছাড়া, সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি বা কোনো বিদেশি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান বা অনুরুপ ব্যক্তিরাও এ আইনের অন্তর্ভুক্ত হবেন।’

স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ হলো একটি বিশেষ সংস্থা যা রাষ্ট্রের অতিগুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা বিধান করে থাকে।

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ ১৯৮৬ সালে প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি ফোর্স অর্ডিন্যান্স জারি করে একটি বিশেষ বাহিনী গঠন করেন। সে সময় এ বাহিনীর নাম ছিল প্রেসিডেন্ট সিকিউরিটি ফোর্স। এ বাহিনীর দায়িত্ব ছিল রাষ্ট্রপতি ও বিদেশ থেকে আসা রাষ্ট্র ও সরকার প্রধানদের নিরাপত্তা বিধান করা।

পরে দেশে সংসদীয় শাসন ব্যবস্থা চালু হলে ১৯৯১ সালে বাহিনীর নাম পরিবর্তন করে রাখা হয় স্পেশাল সিকিউরিটি ফোর্স।

মন্ত্রিপরিষদের সভায় পিরোজপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। পাশাপাশি নীতিগত অনুমোদন হয়েছে ব্যাংক-কোম্পানি (সংশোধন) আইন ২০২১ এর খসড়া, স্বর্ণ নীতিমালা-২০১৮ (সংশোধিত ২০২১) এর খসড়া।

এ বিভাগের আরো খবর