নোয়াখালীর বেগমগঞ্জ থেকে এক যুবক বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং পরিচালিত বাংলাদেশ পুলিশ ফেসবুক পেজের ইনবক্সে মেসেজ আসে, ‘আমি অপহরণ হইছি, স্যার। আমাকে সাহায্য করেন।’
বাংলাদেশ পুলিশের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা বলেন, মেসেজটি পেয়ে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং ওই যুবক ও তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে। এরপর এ বিষয়ে ব্যবস্থা নিতে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান সিকদারকে নির্দেশ দেয়া হয়।
সোহেল রানা আরও বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযোগকারী যুবক মাদকাসক্ত। তার এক কাজিনের সঙ্গে মাদক সেবন করতে অন্য একটি এলাকায় এসেছিলেন। স্থানীয় কয়েকজন বিপথগামী তাদের হেনস্থা করে এবং একটি কক্ষে আটকে রাখে। তাদের কাছ থেকে টাকা-পয়সা ছিনিয়ে নেয়। পরে তাদের ছাড়িয়ে নিতে আরও টাকা আনতে বলে। মোট ৪৫ হাজার টাকা দিয়ে ওই যুবক ও তার কাজিন ছাড়া পান।
তিনি আরও বলেন, মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংয়ের বার্তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দ্রুততম সময়ে এ ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন অন্তর, নাইম, রনি, শওকত ও রকি।
এ ছাড়া অভিযোগকারী যুবক ভবিষ্যতে মাদক সেবন করবেন না বা মাদকের সঙ্গে কোনো প্রকার সম্পৃক্ততা রাখবেন না মর্মে মুচলেকা দিয়েছেন বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।