বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বৃষ্টিতে ভাসল ঈদ বিনোদন

  •    
  • ১৫ মে, ২০২১ ১৯:১৩

হঠাৎ বৃষ্টিতে অস্বস্তিতে পড়ে রাজধানীবাসী। ঈদ বিনোদন উপলক্ষে অনেকে বের হতে পারেননি। সেজেগুজে যারা বের হয়েছিলেন তাদের অনেককে ফিরতে হয়েছে ভিজে।

ঈদের দিন রৌদ্রজ্জ্বল আবহাওয়া পেলেও পরের দিনই বৃষ্টিতে ভিজল রাজধানীবাসী। সন্ধ্যাবেলার বৃষ্টিতে ভেসে গেছে তাদের ঈদ বিনোদনও।

আবহাওয়া অধিদপ্তর থেকে আগেই জানানো হয়েছিল শনিবার বৃষ্টি হতে পারে রাজধানীতে। বিকেল বেলায় আকাশে মেঘ জমতে শুরু করে। সন্ধ্যা হতেই নামে বৃষ্টির ঢল। সঙ্গে ছিল হালকা বাতাস।

হঠাৎ এমন বৃষ্টিতে অস্বস্তিতে পড়ে রাজধানীবাসী। ঈদ বিনোদন উপলক্ষে অনেকে বের হতে পারেননি। সেজেগুজে যারা বের হয়েছিলেন তাদের অনেককে ফিরতে হয়েছে ভিজে।

রাজধানীর বাড্ডা, হাতিরঝিল, রামপুরা, গুলশান, পল্টন, মতিঝিল, মগবাজার, কারওয়ানবাজারসহ কমবেশি সবখানেই ঝুম বৃষ্টি হয়েছে।

রাজধানীর অন্যতম বিনোদন কেন্দ্র হাতিরঝিলে ঘুরতে আসা বিনোদন প্রেমীরা বৃষ্টিতে পড়েন বিপাকে। আশপাশে দাঁড়ানোর কোনো জায়গা না থাকায় বৃষ্টিতেই ভিজতে হয় তাদের।

করোনার সব বিনোদন কেন্দ্র বন্ধ থাকায় ঢাকার ফাঁকা রাস্তাগুলোই হয়ে উঠেছে বিনোদন প্রেমীদের ভরসা স্থল। বন্ধু, আত্মীয়-স্বজন নিয়ে সবাই ঘুরতে বের হন হাতিরঝিল, পূর্বাচল তিনশ ফিটসহ খোলামেলা জায়গাগুলোতে। কিন্তু বাদ সাধে বেরসিক বৃষ্টি। ঘুরতে বের হওয়াদের ফেলে দেয় দুর্ভোগে।

নাজমা বেগম নামে একজন গৃহিণী রামপুরা থেকে দুই সন্তানকে নিয়ে ঘুরতে এসেছিলেন হাতিরঝিলে। নিউজবাংলাকে বলেন, ‘কাল সারাদিন ঈদ নিয়ে ব্যস্ততা ছিল। আজ ওদের (বাচ্চাদের) বলে রেখেছিলাম ঘুরতে নিয়ে যাব। তবে বৃষ্টি আমেজটাই নষ্ট করে দিল।’

হাতিরঝিলের রেস্তোরাঁগুলোতে এমনিতেই তিল ধারনের জায়গা ছিল না। বৃষ্টির কারণে সবাই ভিড় বেড়ে যায় কয়েকগুণ।

কাজী হামিদ বিশ্ববিদ্যালয় পড়ুয়া একজন শিক্ষার্থী নিউজবাংলাকে বলেন, ‘সেগুনবাগিচা থেকে মটরসাইকেল নিয়ে ঘুরতে এসেছিলাম। তবে বৃষ্টির কারণে আটকা পড়ে গেছি। এই শহরে কোথাও একটু শান্তি নেই।’

অনেকে বৃষ্টির কারণে দৌড়াদৌড়ি করে নিরাপদ আশ্রয়স্থল খুঁজতে দেখা যায়। দৌড়াদৌড়ির সময় বাড্ডা-হাতিরঝিল মোড়ে একজনকে পড়ে যেতে দেখা যায়। তবে উঠেই তিনি আবার দৌঁড়াতে থাকেন। কিন্তু যতক্ষণে একটা ছাউনির নিচে দাঁড়ালেন ততক্ষণে ভিজে যান শামীম নামের ওই যুবক।

আটটি বাইক নিয়ে ১২ জন বন্ধু এসেছিলেন হাতিরঝিলে বেড়াতে। তাদের একজন ইফতেখার ইমন বলেন, ‘আমরা টোটাল ১৫টা বাইক নিয়ে হইছি। আটটা বাইক ভাবলাম হাতিরঝিলে কয়েকটা ছবি তুলি। বাকিরা দিয়া বাড়ি আছে। বৃষ্টির কারণে ওই দিকেও যেতে পারছিনা। পরিকল্পনা ছিল বেশ কয়েকটা জায়গা ঘুরব। এখন এক জায়গাতেও আটকে গেলাম।’

নতুন বিয়ে করেছেন নাবিলা ও কবির। বিয়ের পর এটিই তাদের প্রথম ঈদ। ঈদের দিন পরিবারকে সময় দিতে গিয়ে নিজেদের আর বেড়ানো হয়নি। ইচ্ছে ছিল, আজ দুজন মিলে রিকশায় ঘুরবেন। বৃষ্টির কারণে মত পাল্টিয়ে ঘরে রয়ে গেলেন।

কবির বলেন, ‘পাঞ্জাবি শাড়ি ম্যাচিং করাই ছিল৷ ভাবলাম দুজিন মিলে ঘুরব। টিএসসিতে যাব। বৃষ্টির জন্য আর বের হলাম না। বললাম, খিচুড়ি কর, সঙ্গে মাংস। মুভি সিলেক্ট করলাম। সেগুলোই দেখতেছি।’

হঠাৎ বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন ছিন্নমূল মানুষও। ভিজে একাকার ফুটপাতের ধারে কোনোরকম মাথা গোঁজার তাদের আশ্রয়স্থল।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাতে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

এ ছাড়া, দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তাপপ্রবাহ যশোর ও খুলনা অঞ্চল সমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে। তাপমাত্রা সারাদেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এ বিভাগের আরো খবর