সন্ধ্যা থেকে ভোররাত পর্যন্ত পড়ছে ঘন কুয়াশা। আবার দিনে থাকছে তীব্র গরম।
গত কয়দিন ধরে পঞ্চগড়ে আবহাওয়ার এমন রূপ দেখা যাচ্ছে। প্রকৃতির এমন বিরূপ প্রভাবে হতবাক স্থানীয় লোকজন।
সোমবার থেকে শুক্রবার ভোর পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা ছিল জেলার অনেক অঞ্চল। বিকেলে সেখানেই ছিল তীব্র গরম। আবহাওয়া অফিস বলছে, কয়েক ঘণ্টার ব্যবধানে তাপমাত্রা বেড়ে দাঁড়ায় ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে।
স্থানীয় লোকজন জানান, তারা এমন আবহাওয়া আগে দেখেননি। রাত থেকে কিছুটা ঠান্ডা থাকলেও দুপুরে তীব্র গরম পড়ছে। গরম এতটাই বেশি প্রয়োজন ছাড়া অনেকেই বাইরে বের হচ্ছেন না।
তারা আরও জানান, হঠাৎ করে সোমবার থেকে গভীর রাতে কুয়াশা পড়তে শুরু করে। এখন ভোরেও চারপাশ ঘন কুয়াশায় ঢেকে থাকে। সাথে ওই সময় কিছুটা ঠান্ডা অনুভূত হয়। তবে বিকেলেই সেই তাপমাত্রা অনেক বেড়ে যায়।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্রনাথ রায় জানান, শুক্রবার সকাল ৯টা পর্যন্ত জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯ দশমিক ৭ ডিগ্রি। রাতভর ঘন কুয়াশায় চারপাশ ঢেকে থাকতেও দেখা গেছে। তবে বিকেল ৩টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া থানা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক আবুল কালাম জানান, বিরূপ এই আবহাওয়ার কারণে হঠাৎ করে শিশু এবং বয়স্ক মানুষ সর্দি-জ্বরসহ শ্বাসকষ্টে ভুগছেন।