ফেরি বোঝাই মানুষ, ঠাঁই হয়নি যানবাহনের। এমন দৃশ্য গত কয়েক দিন ধরেই দেখছে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের লোকজন। তবে বৃহস্পতিবার পাল্টে গেছে চিত্র। সকাল থেকে ঘাটে অলস পড়ে থাকতে দেখা গেছে ফেরিগুলোকে।
কয়েক দিন ধরে এই ঘাট দিয়ে পার হয়েছে ঘরমুখী হাজারো যাত্রী। বৃহস্পতিবার সকাল থেকে নেই সেই চাপ। ঘাট এলাকাতেও নেই যানবাহনের চাপ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) সূত্রে জানায়, ১৭টি ছোট-বড় ফেরি এখন ঘাটে চলছে। বুধবার থেকেই বেশিরভাগ ফেরি যাত্রী ও যানবাহন পারাপার করেছে। এ কারণে ঘাটে ভিড় নেই যাত্রী বা বাহনের। ঘাট এলাকা এখন প্রায় ফাঁকাই।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, সকালে ঘরমুখী মানুষের একটু চাপ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কমতে শুরু করে। বেলা সাড়ে ১১টার দিকে ঘাট এলাকা যানবাহনশূন্য হয়ে যায়।
তিনি বলেন, ফেরিগুলো মানুষ ও যানবাহনের জন্য এখন অপেক্ষা করছে। ঘাটে আসামাত্রই মানুষ ফেরি পেয়ে যাচ্ছে। হুড়োহুড়ি করে উঠতে হচ্ছে না।