সংসদ ভবনে খোলা তলোয়ার দিয়ে সন্ত্রাসী হামলার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য আল আমিন এবং ‘উগ্রবাদী’ বক্তা আলী হাসান ওসামাকে ফের দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
বুধবার বিকেলে শুনানি শেষে ঢাকা মুখ্য মহানগর আদালতের (সিএমএম) হাকিম শাহিনুর রহমান এ আদেশ দেন।
এর আগে পাঁচদিনের রিমান্ড শেষে মামলাটির তদন্ত কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করেন। এরপর ফের জিজ্ঞেসাবাদের জন্য সাত দিনের হেফাজতে পাওয়ার আবেদন করে পুলিশ।
এসময় আসামি পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না।
শুনানি শেষে বিচারক প্রত্যেকের ফের দুই দিনের রিমান্ডের আদেশ দেন।
গত ৬ মে আসামিদের ঢাকার মুখ্য মহানগর আদালতের (সিএমএম) হাকিম দেবদাস চন্দ্র অধিকারী পাঁচ দিনের রিমান্ডের আদেশ দিয়েছিলেন।
গত ৫ মে শেরেবাংলা নগর এলাকা থেকে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে আল আমিনকে গ্রেপ্তার করে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট।
এছাড়া হামলার পরিকল্পনায় প্ররোচনা দেয়ার অভিযোগে বক্তা আলী হাসান ওসামাকে রাজবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ৫ মে বুধবার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে আনসার আল ইসলামের সক্রিয় সদস্য আল আমীনকে গ্রেপ্তার করা হয়।
তিনি কালো পতাকা ও তলোয়ার হাতে জাতীয় সংসদ ভবনে সন্ত্রাসী হামলার পরিকল্পনায় জড়িত ছিলেন।
তাদের নামে শেরেবাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। বর্তমানে সেই মামলায় ফের দুই দিনের রিমান্ড দিল আদালত ।