বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জেলেদের জন্য ভিজিএফের চাল

  •    
  • ১২ মে, ২০২১ ১৭:২৫

দেশের সামুদ্রিক জলসীমায় ৬৫ দিন অর্থাৎ এ বছরের ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মৎস্য আহরণ নিষিদ্ধ করেছে সরকার। এ সময়টাতে সমুদ্রে মাছ ধরে জীবিকা নির্বাহকারীদের সরকারের মানবিক খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় চাল বরাদ্দ করা হয়েছে।

সাগরে এখন মাছ ধরা বন্ধ। এ সময় জেলেদের সহায়তায় ১৬ হাজার ৭২১ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ দিয়েছে সরকার।

বুধবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

দেশের সামুদ্রিক জলসীমায় ৬৫ দিন অর্থাৎ এ বছরের ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মৎস্য আহরণ নিষিদ্ধ করেছে সরকার। এ সময়টাতে সমুদ্রে মাছ ধরে জীবিকা নির্বাহকারীদের সরকারের মানবিক খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় চাল বরাদ্দ করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের উপকূলীয় ১৪ জেলার ৬৬ উপজেলায় ২ লাখ ৯৮ হাজার ৫৯৫টি জেলে পরিবারের জন্য এ বরাদ্দ দেয়া হয়। এর মধ্য দিয়ে প্রত্যেক জেলে পরিবার প্রথম ধাপে মাসিক ৪০ কেজি হারে ৪২ দিনের জন্য মোট ৫৬ কেজি চাল পাবে। প্রথম ধাপের সময়সীমা ঠিক করা হয়েছে ২০ মে থেকে ৩০ জুন পর্যন্ত।

বুধবার সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের অনুকূলে এ সংক্রান্ত আদেশ জারি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

এ বছরের ১০ জুনের মধ্যে ভিজিএফ চাল যথানিয়মে উত্তোলন করে, সমুদ্রে মাছ ধরা থেকে বিরত থাকা নিবন্ধিত জেলেদের মধ্যে বিতরণের নির্দেশ দেয়া হয়েছে। নিবন্ধিত জেলে ছাড়া কেউ ভিজিএফ চাল পাবে না বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

এ বিভাগের আরো খবর