বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তাপমাত্রায় স্বস্তি, বৃষ্টির অস্বস্তিতে কাটতে পারে ঈদ

  •    
  • ১২ মে, ২০২১ ১৩:০৫

আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আব্দুল মান্নান নিউজবাংলাকে জানান, ‘সারা দেশেই আগামীকাল (বৃহস্পতিবার) ও শুক্রবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টিপাত ঈদের নামাজ তেমন একটা ব্যাহত করবে না।

ঈদের দিনে বৃষ্টি হতে পারে; রোদের দেখা মিললেও সেদিন তাপমাত্রা অসহনীয় পর্যায়ে যাবে না বলে বলছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদরা বলছেন, ঈদের দিন সারা দেশেই হতে পারে বৃষ্টি। বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার দিনেও হতে পারে বৃষ্টি। তা অব্যাহত থাকতে পারে শুক্রবারও। এর মধ্যে দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।

বৃষ্টি বাগড়া দিলেও ঈদের দিন তাপমাত্রা স্বস্তিদায়ক অবস্থাতেই থাকবে বলে জানান তারা।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, দেশে পবিত্র ঈদুল ফিতর বৃহস্পতিবার নাকি শুক্রবার হবে তা বুধবার জানা যাবে। সন্ধ্যায় বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

সৌদি আরবে আগামীকাল বৃহস্পতিবার উদ্‌যাপন হবে ঈদুল ফিতর। মঙ্গলবার দেশটিতে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় এবারও ৩০ রোজা পূর্ণ হচ্ছে।

অবশ্য সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশের শতাধিক গ্রামে একই দিনে ঈদ উদ্‌যাপন করা হয়।

ঈদের দিনের আবহাওয়া সম্পর্কে জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আব্দুল মান্নান নিউজবাংলাকে জানান, ‘সারা দেশেই আগামীকাল (বৃহস্পতিবার) ও শুক্রবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টিপাত ঈদের নামাজ তেমন একটা ব্যাহত করবে না।

‘অবশ্য সাময়িকভাবে দেশের কোনো কোনো স্থানে সে সময় বৃষ্টি হতেও পারে। যেমন ধরুন কোনো স্থানে সকাল ৯টায় বৃষ্টি শুরু হলো, ১ ঘণ্টার মধ্যেই তা থেমে যাবে।’

তিনি বলেন, ‘সারা দেশেই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সেই সঙ্গে দেশের দু-এক জায়গায় ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রা এমন পর্যায়ে পৌঁছাবে না যে মানুষের অস্বস্তি হয়।’

ঢাকায় আবহাওয়া কেমন হতে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘ঢাকায় বৃহস্পতিবার ভোররাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তবে সকালের দিকেই বৃষ্টি থেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে বলা যায়, নামাজের সময়ে তুলনামূলকভাবে বৃষ্টিপাত না হওয়ার সম্ভাবনাই বেশি।’

আবহাওয়াবিদ আফতাব উদ্দিন নিউজবাংলাকে বলেন, ‘সারা দেশে আজকে (বুধবার) বৃষ্টিপাত কম হবে, তবে আগামীকাল (বৃহস্পতিবার) দিন শেষে রাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা সকাল ৯-১০টা পর্যন্ত অব্যাহত থাকবে।’

তিনি বলেন, ‘বুধবার ঢাকায় দিনের ভাগে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম রয়েছে। তবে ভোররাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দিনে ঢাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবারে বৃষ্টি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।’

আফতাব উদ্দিন বলেন, ‘সারা দেশে শুক্রবার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কম রয়েছে। সেদিন বৃষ্টিপাত কমে আসবে। তবে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।’

শুক্রবারে আগের দুই দিনের চেয়ে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তাপমাত্রা হতে পারে ৩৪ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই বলে জানান তিনি।

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে মঙ্গলবার সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, বুধবার দুপুর ১টা পর্যন্ত ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

বিভাগীয় শহরগুলোর মধ্যে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

এ বিভাগের আরো খবর