ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার হারুন অর রশীদ অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে পদোন্নতি পেয়েছিলেন চলতি মাসের শুরুতেই। এবার তাকে পদায়ন করা হলো ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম-কমিশনার পদে।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১-এর উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
নানা ঘটনায় পুলিশ কর্মকর্তা হারুন বেশ আলোচিত। সব শেষ ১৮ এপ্রিল হেফাজত নেতা মামুনুল হককে গ্রেপ্তার করেন তিনি।
এই প্রজ্ঞাপনে পদোন্নতি পাওয়া পুলিশের আরও ১০ ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে।
এর মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম-কমিশনার থেকে অতিরিক্ত উপমহাপরিদর্শকে পদোন্নতি পাওয়া আবদুল মালেককে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ঢাকা জেলার প্রধানের দায়িত্ব দেয়া হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম-কমিশনার আব্দুর রাজ্জাককে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত মহাপরিদর্শক পদমর্যাদায় পদায়ন করা হয়েছে।
ময়মনসিংহ অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক ড. আক্কাস উদ্দিন ভূইয়াকে রাজশাহীর সারদা বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমির অতিরিক্ত উপমহাপরিদর্শক করে পাঠানো হয়েছে।
আর ময়মনসিংহ অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শকের পদে বসানো হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম-কমিশনার শাহ আবিদ হোসেনকে।
অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি পাওয়া সাইফুল ইসলাম যাচ্ছেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি হয়ে।
সৈয়দ নুরুল ইসলাম অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি পেয়ে হচ্ছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম-কমিশনার।
আনিসুর রহমান অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি পেয়ে বসতে যাচ্ছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম-কমিশনার পদে।
বিপ্লব বিজয় তালুকদার অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি পেয়ে দায়িত্ব পেয়েছেন সিলেট রেঞ্জ ডিআইজির।
অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি পাওয়া মো. মনিরুজ্জামান ও শেখ রফিকুল ইসলামকে পাঠানো হচ্ছে পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত উপ-মহাপরিদর্শক করে।