এ অধিবেশনে আসন্ন ২০২১-২২ অর্থবছরের বাজেট পেশ করা হবে। প্রথা অনুযায়ী, অধিবেশন শুরুর পরের দিন বৃহস্পতিবার (৩ জুন) বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
আগামী ২ জুন জাতীয় সংসদের বাজেট অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। ওই দিন বিকেল ৫টায় একাদশ সংসদের দ্বাদশ এ অধিবেশন বসবে।
মঙ্গলবার রাষ্ট্রপতি তার বিশেষ ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন বলে সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ অধিবেশনে আসন্ন ২০২১-২২ অর্থবছরের বাজেট পেশ করা হবে।
প্রথা অনুযায়ী, অধিবেশন শুরুর পরের দিন বৃহস্পতিবার (৩ জুন) বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
করোনাকালের এই অধিবেশন বিগত অধিবেশনগুলোর মতো স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অনুষ্ঠিত হবে। গত অর্থবছরের মতো এবারও বাজেট অধিবেশন সংক্ষিপ্ত আকারে হবে।