বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বনানীতে বাণিজ্যিক ভবনে আগুন

  •    
  • ১১ মে, ২০২১ ১২:৫০

বেলা পৌনে ১২টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তাদের পাঁচটি ইউনিটের চেষ্টায় দুপুর দেড়টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে ভবনটির কিছু ক্ষয়ক্ষতি হলেও কোনো প্রাণহানি ঘটেনি।

রাজধানীর বনানীর একটি বাণিজ্যিক ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

বনানী ১১ নম্বর রোডের খান প্লাজা নামে ছয়তলা ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছে বলে নিউজবাংলাকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া উইংয়ের পরিচালক মো. শাহজাহান শিকদার।

তিনি বলেন, ‘বেলা ১১টা ৪২ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। সেখানে নির্বাপণ কার্যক্রম চলছে। এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’

দুপুর দেড়টার দিকে আগুনে নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে এবং আটকে পড়াদের উদ্ধারে ভবনটির কিছু ক্ষয়ক্ষতি হলেও কোনো প্রাণহানি ঘটেনি।

ওই ভবনের ফেয়ার ইলেকট্রনিক্সের কর্মী নিয়েন নিউজবাংলাকে বলেন, ‘আমাদের সেকেন্ড ফ্লোরেই আগুনটা লেগেছে। আমরা ওখানেই ছিলাম। ফার্স্টে আগুনটা নেভানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু পারা যায় নাই। পরে আগুন ছড়াই গেসে। ফ্লোরে কার্পেট ছিল তাই আরও বেশি ছড়াইসে। ভেতরে অবস্থা খারাপ হয়ে গেসিল জানালার সিলিংগুলো পড়তেসিল গরমে। ভেতরে মালামাল যা ছিল পুড়ে গেসে। আলহামদুলিল্লাহ, আমরা সবাই আমাদের অফিসের সবাই আল্লাহর রহমতে বের হয়ে আসতে পারছি।’

ফেরা ইলেকট্রনিকসের কমার্শিয়াল ডিপার্টমেন্টের কর্মী মজিবুর রহমান বলেন, ‘আগুন লাগার পর টেবিলের নিচে সিপিইউগুলো আস্তে আস্তে ব্লাস্ট হওয়া শুরু করল।… হুট করে আগুন সারা ফ্লোরে ছড়াই গেসে। আমরা মোবাইল ফোন ল্যাপটপ সব রেখে আমরা নিচে চলে গেসি। কোনো রকমে দৌড়ায়ে জীবন রক্ষা করসি।’

এ বিভাগের আরো খবর