করোনাভাইরাস মহামারিতে স্বজন হারানো ও ক্ষতিগ্রস্তদের জন্য শোক ও সহমর্মিতা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।
ওই চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনায় বিপর্যস্ত ভারতের প্রতি বাংলাদেশ ও দেশের মানুষের সহমর্মিতার বিষয়টি পুনর্ব্যক্ত করেন।
চিঠিতে বাংলাদেশের সর্বাত্মক সহযোগিতার পাশাপাশি একসঙ্গে করোনাভাইরাস মোকাবিলার বিষয়েও অঙ্গীকার করেন শেখ হাসিনা।
করোনার নজিরবিহীন সংক্রমণে ভারতের চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে। অক্সিজেনের অভাবে বহু রোগী মারা গেছে। এর মধ্যে জরুরি চিকিৎসা সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ। সেখানে পাঠানো হয়েছে করোনাভাইরাস প্রতিরোধে কার্যকর ওষুধ রেমডেসিভির ১০ হাজারটি।
ভারতে দৈনিক শনাক্ত ও মৃত্যু
গত ২৪ ঘণ্টায় প্রতিবেশী দেশ ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৬৬ হাজার ১৬১ জনের। যা চার দিন পর ৪ লাখের কম।
এ নিয়ে দেশটিতে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ২৬ লাখ ৬২ হাজার ৫৭৫। গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যুর সংখ্যাও কিছুটা কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৭৫৪। আগের দুই দিনই ভারত ৪ হাজারের বেশি মৃত্যু দেখেছে। দেশটিতে করোনায় ২ লাখ ৪৬ হাজার ১১৬ জনের মৃত্যু হলো ।