বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ধীরগ‌তি

  •    
  • ১০ মে, ২০২১ ১২:০১

এ‌লেঙ্গা হাইও‌য়ে পু‌লিশ ফা‌ড়ির ওসি ইয়া‌সির আরাফাত জানান, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়‌কে গাড়ির চাপ অনেকটাই বেড়েছে। যানজট এড়াতে বাড়িয়ে দেয়া হয়েছে টহল।

ঈদযাত্রার চাপ পড়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে। এর ১৪ কি‌লোমিটার এলাকা জু‌ড়ে যানবাহ‌নের দীর্ঘ সা‌রির দেখা গেছে সোমবার সকালে। স্বাভাবিকের চেয়ে ধীরগতিতে চলছে গাড়ি।

লকডাউনে দূরপাল্লার গণপরিবহন বন্ধ থাকলেও সোমবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কের কা‌লিহাতীর এলেঙ্গা থে‌কে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত মাই‌ক্রোবাস, প্রাই‌ভেটকার, পিকআপ ও ট্রা‌ক চলাচল কর‌তে দেখা গে‌ছে।

ভোগান্তি সয়ে সেগুলোতে চড়েই ঈদ করতে বাড়ি যাচ্ছেন লোকজন।

এ‌লেঙ্গা হাইও‌য়ে পু‌লিশ ফা‌ড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়া‌সির আরাফাত জানান, মহাসড়‌কে কোনো গণপ‌রিবহন চলাচল কর‌ছে না। সকালে গা‌ড়ির তেমন একটা চাপ ছিল না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির চাপ বেড়েছে। বিশেষ করে ঘাটগুলো বন্ধ থাকার কারণে বেশিরভাগ গাড়িই এদিক দিয়ে চলাচল করছে।

তবে যানজট যেন না হয় সে জন্য টহল বাড়িয়ে দেয়া হয়েছে বলে জানান ওসি।

এ বিভাগের আরো খবর