করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অমান্য করায় রাজধানীর মিরপুর শাহ আলী মার্কেট ও পল্টন সিটি হার্ট মার্কেটে অভিযান চালিয়ে ৩১ জনকে জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) ইফতেখায়রুল ইসলাম বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. সঞ্জীব দাসের নেতৃত্বে এবং দারুস সালাম থানা পুলিশের সহায়তায় মিরপুর শাহ আলী মার্কেটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মাস্ক ব্যবহার না করায় মোট ২২ জনকে ১১ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ রফিকুল হকের নেতৃত্বে পল্টন থানা পুলিশের সহায়তায় পল্টন সিটি হার্ট মার্কেটে অরেক অভিযানে মাস্ক ব্যবহার না করার অপরাধে মোট নয়জনকে দুই হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে।
দুই অভিযানে মোট ১৩ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়।