জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক জব্বার হল ছাত্রলীগের উদ্যোগে হল কর্মচারীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
হল কর্মচারীদের পাশাপাশি হলের পাশের খাবার দোকানগুলোর মালিক-কর্মচারীদেরও এই উপহার দেয়া হয়।
রোববার হলের মূল গেটের ভেতরে এই ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রত্যেককে ঈদ উপহার হিসেবে এক কেজি করে পোলাওয়ের চাল, চিনি, পেঁয়াজ, ডাল, লবণ, আধা লিটার সয়াবিন তেল, নুডুলস, লাচ্ছা সেমাই ও সাবান দেয়া হয়।
পাশাপাশি ক্যাম্পাসের আশপাশের আবাসিক এলাকার কয়েকজন সুবিধাবঞ্চিত শিশুকে নতুন জামাও দেয়া হয়।
এই বিষয়ে জাবি ছাত্রলীগ নেতা মাহফুজ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দাদার তত্ত্বাবধানে বাংলাদেশ ছাত্রলীগ পুরো রমজান মাস সাধারণ মানুষকে বিভিন্নভাবে সাহায্য করছে। তারই ধারাবাহিকতায় শহীদ রফিক-জব্বার হল ছাত্রলীগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে অসহায় মানুষ ও শিশুদের ঈদ উপহার দেয়ার এই আয়োজন করা হয়েছে।’
ঈদসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন শহীদ রফিক-জব্বার হল ছাত্রলীগের নেতা সাব্বির হোসেন নাহিদ, সাজ্জাদ হোসেন, রাকিবুর রহমান বাপ্পি, সাজ্জাদ শোয়াইব, সাকিব শিকদার, শুভাশিষ ঘোষ, শাহরিয়ার শুপ্ত, আবীর, ফয়সাল খান রকি, তানজীর মেহেদী, রমিম মাহমুদ, জুবায়েরসহ অনেকে।
এর আগে গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামালউদ্দিন হল ছাত্রলীগের উদ্যোগে দোকানদার ও হল কর্মচারীদের মাঝে ‘ঈদ উপহার’ বিতরণ করা হয়।