বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঈদ কেনাকাটায় হঠাৎ বৃষ্টি

  •    
  • ৯ মে, ২০২১ ১৩:৩২

আওহাওয়াবিদ আফরোজা সুলতানা নিউজবাংলাকে বলেন, ‘আমরা পূর্বাভাসে বলেছি বৃষ্টি হওয়ার কথা। এখন ঢাকাসহ কয়েকটি অঞ্চলে বৃষ্টি হচ্ছে। তিনটার পরে আমরা পরিমাণ জানাতে পারব।’

ভর ঈদ কেনাকাটার মধ্যে ঢাকার কিছু কিছু জায়গায় হঠাৎ নামল বৃষ্টি। ভ্যাপসা গরমে এই বৃষ্টি অনেকটা স্বস্তি বয়ে আসলেও অস্বস্তি প্রকাশ করেছেন অনেক দোকানি এবং ক্রেতা।

রোববার বেলা সাড়ে ১২টার দিকে শুরু হয় বৃষ্টি। এতে ভেজে নিউ মার্কেট, মৌচাক, মালিবাগ এলাকা। কোথাও কোথাও হয়েছে ঝুম বৃষ্টি। ছিল হালকা বাতাস।

নিউ মার্কেটের এক নম্বর গেটের পাশে কাপড়ের দোকানি রুবেল হোসেন নিউজবাংলাকে বলেন, ‘কেনাবেচা সবে শুরু হয়েছিল, এরমধ্যে নামল বৃষ্টি। অস্বস্তিকর একটা ব্যাপার। অনেক মাল ভিজে গেছে।’

একই রকম অস্বস্তির কথা জানিয়েছেন কেনাকাটা করতে আসা হোসেন। তিনি বলেন, ‘এমনিতেই ঈদের বাজার। এরমধ্যে বৃষ্টি। কাদা-পানিতে দেখেন প্যান্টের কী অবস্থা।’

সকাল থেকে ঢাকার আকাশ ছিল মেঘলাটে, গুমোট এবং ভ্যাপসা গরম। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছিল, রোববার ঢাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আওহাওয়াবিদ আফরোজা সুলতানা নিউজবাংলাকে বলেন, ‘আমরা পূর্বাভাসে বলেছি বৃষ্টি হওয়ার কথা। এখন ঢাকাসহ কয়েকটি অঞ্চলে বৃষ্টি হচ্ছে। তিনটার পরে আমরা পরিমাণ জানাতে পারব।’

এ বিভাগের আরো খবর