রাজধানীর পল্টন ও মতিঝিল থানায় করা দুটি নাশকতার মামলায় হেফাজতে ইসলামের সদ্যবিলুপ্ত কমিটির নেতা মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ও মুফতি ফখরুল ইসলামের জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
শনিবার শুনানি শেষে ঢাকার মুখ্যমহানগর আদালতের (সিএমএম) হাকিম ইয়াসমিন আরা আলাদাভাবে এ আদেশ দেন।
এর আগে আফেন্দীর তিন দিনের রিমান্ড ও ফখরুলের চার দিনের রিমান্ড শেষে হাকিম ইয়াসমিন আরার আদালতে তাদের আলাদাভাবে হাজির করা হয়।
নরেন্দ্র মোদির আগমনের বিরুদ্ধে গত ২৬ মার্চ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে আন্দোলনের নামে সহিংসতা ও তাণ্ডবের অভিযোগে রাজধানীর পল্টন থানায় নাশকতার মামলা হয়। এ মামলায় শুনানি শেষে আফেন্দীকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।
অন্য এক মামলায় ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরের সহিংসতা ও তাণ্ডবের ঘটনায় পল্টন থানায় করা নাশকতার মামলায় ঢাকা মহানগর হেফাজতে ইসলামের সাবেক প্রচার সম্পাদক ও বাংলাদেশ জনসেবা আন্দোলনের চেয়ারম্যান মুফতি ফখরুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে একই আদালত।
রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. ফরমান আলী আসামিদের আদালত হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
আফেন্দী কারাগারে
হেফাজতের সাবেক সহকারী মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর আইনজীবী জয়নুল আবেদীন মেসবাহ তার জামিন চেয়ে আদালতে আবেদন করেন।
এসময় তার সঙ্গে আদালতে আরও কয়েক জন আইনজীবী উপস্থিত ছিলেন।
শুনানি শেষে বিচারক সে আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ৫ মে আসামির তিন দিনের রিমান্ডে দেন আদালত।
সম্প্রতি হেফাজতে ইসলাম আন্দোলনের নামে যে তাণ্ডব চালিয়েছে, এসব ঘটনায় রাজধানীর একাধিক থানায় তার নামে কয়েকটি মামলা হয়েছে। এসব মামলার মধ্যে কয়েকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এরপরে রিমান্ডে নেওয়া হয়।
আজ তাকে পল্টন থানার একটি মামলায় রিমান্ড আবেদন শেষে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।
কারাগারে হেফাজত নেতা ফখরুল
শাপলা চত্বরের সহিংসতা ও তান্ডবের ঘটনায় পল্টন থানায় করা নাশকতার মামলায় মুফতি ফখরুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
শনিবার চারদিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়।
এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মুফতি ফখরুলকে কারাগারে বন্দি রাখার আবেদন করে পল্টন থানার পুলিশ।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে আসামি পক্ষে আইনজীবী জয়নুল আবেদীন মেসবাহ জামিন চেয়ে শুনানি করেন।
কিন্তু বিচারক তা নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত ২৬ এপ্রিল কারাগার থেকে ভার্চুয়ালি শুনানির মাধ্যমে তাকে আদালতে হাজির দেখানো হয়।
এ সময় পল্টন থানায় দায়ের করা নাশকতার মামলায় তাকে সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।
শুনানি শেষে বিচারক তার চারদিনের রিমান্ডে দেয়।
তারও আগে পাঁচদিনের রিমান্ড চলাকালে গত ১৯ এপ্রিল তিনি ২০১৩ সালের পল্টন থানায় করা অপর একটি নাশকতার মামলার ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি দেন।
তার আগে গত ১৫ এপ্রিল ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভুঁইয়ার আদালত তার পাঁচদিনের রিমান্ডে পাঠানো হয়।।
গত ১৪ এপ্রিল তাকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) গোয়েন্দা শাখার জোনাল টিমের সদস্যরা (ডিবি)।