করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ঈদে ঘরমুখী যাত্রীদের অবাধে পারাপার ঠেকাতে শনিবার থেকে পাটুরিয়া-দৌলতদিয়া এবং শিমুলিয়া-বাংলাবাজার রুটে দিনের বেলায় ফেরি চলাচল বন্ধ থাকবে।
এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন-বিআইডব্লিউটিসি। তবে রাতে জরুরি পণ্যবাহী পরিবহন পারাপারের জন্য ফেরি চালু রাখারও সিদ্ধান্ত নিয়েছে সরকারের এই সংস্থাটি।
বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির জনসংযোগ কর্মকর্তা নজরুল ইসলাম মিশা।
শুক্রবার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিআইডব্লিউটিসি জানিয়েছে, ‘সরকারি নির্দেশনা মোতাবেক করোনা বিস্তার রোধে শনিবার থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ও শিমুলিয়া-বাংলাবাজার রুটে দিনে ফেরি চলাচল বন্ধ থাকবে। রাতে শুধু পণ্যবাহী পরিবহন পারাপারের জন্য ফেরি চলবে।’
নজরুল ইসলাম মিশা বলেন, ‘অন্যান্য নৌযান-স্পিডবোট, লঞ্চ বন্ধ করে দেয়ার কারণে জনগণ আমাদের ফেরির দিকে ছুটছে। ফেরি মূলত যানবাহন পারাপারের জন্য। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। কারণ, এভাবে যাত্রী পার হওয়ায় করোনাঝুঁকি বাড়াবে।’
তাই করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতেই দিনের বেলায় ফেরি চলাচল বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
নজরুল ইসলাম বলেন, পণ্যবাহী ট্রাক ও অন্যান্য যান পারাপারের জন্য রাতে ফেরি চালু থাকবে। তবে সাধারণ যাত্রী পার হতে পারবে না।
তবে দিনের বেলায় রোগী কিংবা মরদেহবাহী অ্যাম্বুলেন্স পারাপারের সুবিধার্থে বিশেষ ব্যবস্থায় ফেরি চলাচল করবে বলেও জানান বিআইডব্লিউটিসির জনসংযোগ কর্মকর্তা।
আরও পড়ুন: ঘাটে ঘরমুখী যাত্রীদের ঢল