রাজধানীর খিলক্ষেত এলাকায় ক্রেনের ধাক্কায় ইঞ্জিনচালিত অটোরিকশা আরোহী মো. শিহাব নিহত হয়েছেন।
নিহত শিহাব রাজমিস্ত্রি ছিলেন। তিনি বিমানবন্দর এলাকার কাওলায় থাকতেন।
রাজধানীর খিলক্ষেতের তিনশ ফিট এলাকায় শুক্রবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
ঢাকা মেডিক্যাল কলেজ পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া নিউজবাংলাকে জানান, সকাল ৯টার দিকে কাওলা থেকে একটি অটোরিকশায় শিহাব তিনশ ফিট এলাকা দিয়ে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা একটি ক্রেন অটোরিকশাকে ধাক্কা দিলে শিহাব রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক সকাল সাড়ে ১০টার মৃত ঘোষণা করেন।খিলক্ষেত থানার ডিউটি অফিসার উপপরিদর্শক শাহিনুর রহমান জানান, ক্রেনের ধাক্কায় নিহত শিহাবের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার এখনও মামলা করেনি।