বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘টিকা নিয়ে বাণিজ্য গ্রহণযোগ্য নয়’

  •    
  • ৬ মে, ২০২১ ১৯:৩৫

‘বিদ্যমান চুক্তির আওতায় একই কোম্পানি এপ্রিলে আরও ২০ লাখ ডোজ টিকা আমদানি করে। অর্থাৎ সেখানে লাভ করেছে প্রায় ১৫ কোটি ৪০ লাখ টাকা। কিন্তু হঠাৎ করে সে উৎস থেকে সরবরাহ বন্ধ হওয়ায় এবং কোনো বিকল্প উৎসের ব্যবস্থা না রাখায় এখন টিকা প্রাপ্তি চরম অনিশ্চয়তায় পড়েছে। এই অনিশ্চয়তায় আমরা টিকাদান কর্মসূচী স্থগিত রাখতে বাধ্য হচ্ছি।’

করোনাকালে টিকা নিয়ে বাণিজ্য গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে করোনা টিকা আমদানি করায় বিকল্প উৎস রাখা হয়নি, তাই বাংলাদেশে টিকা ব্যবস্থাপনায় অনিশ্চয়তা দেখা দিয়েছে।

‘তৃতীয় পক্ষ হিসেবে একটি কোম্পানি কোটি কোটি টাকা মুনাফা অর্জন করেছে। কিন্তু নিশ্চয়তা মেলেনি টিকা পাওয়ায়।’

জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, একটি বেসরকারি কোম্পানির মাধ্যমে করোনা টিকা আমদানি করে সরকার। এতে টিকা প্রতি ওই কোম্পানিটি ৭৭ টাকা মুনাফা করেছে। শেয়ার বাজারের ওয়েবসাইটে দেয়া প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ৫০ লাখ ডোজ টিকা আমদানি করে তারা লাভ করেছে ৩৮ কোটি ৩৭ লাখ টাকা।’

‘বিদ্যমান চুক্তির আওতায় একই কোম্পানি এপ্রিলে আরও ২০ লাখ ডোজ টিকা আমদানি করে। অর্থাৎ সেখানে লাভ করেছে প্রায় ১৫ কোটি ৪০ লাখ টাকা। কিন্তু হঠাৎ করে সে উৎস থেকে সরবরাহ বন্ধ হওয়ায় এবং কোনো বিকল্প উৎসের ব্যবস্থা না রাখায় এখন টিকা প্রাপ্তি চরম অনিশ্চয়তায় পড়েছে। এই অনিশ্চয়তায় আমরা টিকাদান কর্মসূচী স্থগিত রাখতে বাধ্য হচ্ছি।’

জি এম কাদের আরও বলেন, করোনাকালে টিকা নিয়ে বাণিজ্য গ্রহণযোগ্য নয়। আবার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অদুরদর্শী সিদ্ধান্তের কারণে টিকার মজুদ প্রায় শেষের পথে। এমন পরিস্থিতিতে টিকাদান কর্মসূচী স্থগিত রাখায় মহাসঙ্কটে সারা দেশ। দেশের মানুষ গভীর উৎকণ্ঠায়। এ বিষয়ে সরকারের পরিকল্পনা কী তা জানতে আগ্রহী মানুষ।’

এ বিভাগের আরো খবর