রাজধানীর কুড়িল ফ্লাইওভার থেকে উদ্ধার মরদেহটি এক প্রবাসীর বলে জানিয়েছে পুলিশ।
তার নাম সুভাষ চন্দ্র সূত্রধর, বাড়ি বগুড়ার শিবগঞ্জে।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি সাব্বির আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
মরদেহটি সুভাষের বলে শনাক্ত করেছেন তার ভায়রা কৃষ্ণ চন্দ্র সূত্রধর। নিউজবাংলাকে তিনি বলেন, ‘ঢাকার উদ্দেশ্যে বগুড়া থেকে বুধবার রাত সাড়ে ৮টার দিকে রওনা দেন সুভাষ। ভোর ৫টার দিকে সুভাষকে ফোনে না পেয়ে পরিবারের অন্যরা আমাকে জানায়। পরে আমি ভোরেই উত্তরা, এয়ারপোর্ট ওই এলাকাতে গিয়ে তার খোঁজ করি।’
- আরও পড়ুন: কুড়িল ফ্লাইওভারে মরদেহ
তিনি আরও বলেন, ‘পরে সকালে খবর পেয়ে আমি লাশ শনাক্ত করি। দুইদিন পর সুভাষের দুবাই যাওয়ার ফ্লাইট ছিল। তাই সে ঢাকায় আসছিল।’
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি সাব্বির আহমেদ জানান, সকালে তার মরদেহ পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তিনি বলেন, সুরতহালে জানা গেছে, মরদেহের মাথার বাম পাশে আঘাতের চিহ্ন, কপালে কাটা দাগ ও গলায় গামছা দিয়ে পেচানোর দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর রাস্তায় ফেলে দেয়া হয়েছে।
এ ঘটনায় সুভাষ চন্দ্রের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন ওসি মুন্সি।