‘আমরা ধারণা করছি, কেউ মেরে ফেলে গেছে। কীভাবে মৃত্যু হয়েছে তা জানতে ময়নাতদন্ত করা হবে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে এআইডি বের করার চেষ্টা চলছে।’
রাজধানীর কুড়িল ফ্লাইওভার থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে পথচারীদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।
খিলক্ষেত থানার পরিদর্শক (অপারেশন্স) হুমায়ুন কবির জানান, ৩০০ ফিট সড়কে যাওয়ার পথে ফ্লাইওভারের ওপর মরদেহটি পাওয়া যায়। নিহত ব্যক্তির কোনো পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৩৫।
হুমায়ুন কবির বলেন, ‘আমরা ধারণা করছি, কেউ মেরে ফেলে গেছে। কীভাবে মৃত্যু হয়েছে, তা জানতে ময়নাতদন্ত করা হবে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে এআইডি বের করার চেষ্টা চলছে।’