বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হেফাজতের সাবেক প্রচার সম্পাদক জাকারিয়া গ্রেপ্তার

  •    
  • ৫ মে, ২০২১ ১৭:৫৭

‘চট্টগ্রামে জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি দল কক্সবাজারের চকরিয়া থেকে জাকারিয়া নোমান ফয়েজীকে গ্রেপ্তার করেছে। চট্টগ্রামের পুলিশ সুপার রাশেদুল হক বিষয়টি আমাকে অবগত করেছেন। আসামিকে থানায় আনার পর বিস্তারিত জানানো যাবে।’

হেফাজতের ইসলাম বাংলাদেশের সদ্য বিলুপ্ত কমিটির প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়েজী গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার বিকেল পাঁচটার দিকে জাকারিয়া নোমান ফয়েজীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

তিনি নিউজবাংলাকে বলেন, ‘চট্টগ্রামে জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি দল কক্সবাজারের চকরিয়া থেকে জাকারিয়া নোমান ফয়েজীকে বুধবার বিকেল চারটার দিকে গ্রেপ্তার করেছে। চট্টগ্রামের পুলিশ সুপার রাশেদুল হক বিষয়টি আমাকে অবগত করেছেন। আসামিকে থানায় আনার পর বিস্তারিত জানানো যাবে।’

ওসি রফিকুল ইসলাম বলেন, হাটহাজারী থানায় হামলা, ভূমি কার্যালয়, ডাকবাংলাতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় হওয়া কয়েকটি মামলার আসামি জাকারিয়া নোমান ফয়েজী। এসব মামলা তাকে গ্রেপ্তার দেখানো হবে।

এ ছাড়া জাকারিয়া নোমান ফয়েজী হেফাজতের প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফীকে হত্যার প্ররোচনার মামলার আসামি। মামলাটি তদন্ত প্রতিবেদন এরইমধ্যে আদালতে জমা দিয়েছে পিবিআই। সেখানে জাকারিয়া নোমানসহ ৪৩ জনকে অভিযুক্ত করা হয়েছে।

গত ২৬ মার্চ ঢাকার বায়তুল মোকাররম মসজিদ এলাকায় সংঘর্ষ হয়। এ ঘটনার জেরে ওই দিনই চট্টগ্রামের হাটহাজারী ও পটিয়ায় সহিংসতার ঘটনা ঘটে। হাটহাজারীতে পুলিশের সঙ্গে হেফাজতে ইসলামের কর্মীদের সংঘর্ষে চারজন নিহত হন।

হাটহাজারী থানায় হামলা, ভূমি কার্যালয়, ডাকবাংলাতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে সাতটি মামলা হয়। আসামি করা হয় মামলায় ৪ হাজার ৩০০ জনকে। এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে ৩১ জনকে।

এ বিভাগের আরো খবর