এ বছরের জানুয়ারি থেকে মার্চ এই তিন মাসে ৪১টি সিদ্ধান্ত গ্রহণ করেছে মন্ত্রিসভা। কিন্তু বাস্তবায়ন করেতে পেরেছে মাত্র ২০টি। বাস্তবায়নের হার ৪৮ দশমিক ৭৮ ভাগ, যা গেল বছরের চেয়ে ১৬ দশমিক ০১ ভাগ।
২০২০ সালের এই সময়ে সিদ্ধান্ত বাস্তবায়নের হার ছিল ৬৪ দশমিক ৭৯ শতাংশ।
মন্ত্রিসভা বৈঠকে নেয়া সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে ২০২১ সালের প্রথম তিন মাসের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে, যা সোমবার মন্ত্রিসভায় বৈঠকে উপস্থাপন করা হয়।
সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভা বৈঠক। ভার্চুয়াল এই বৈঠকে গণভবন প্রান্ত থেকে যুক্ত ছিলেন সরকার প্রধান। আর সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংযুক্ত ছিলেন সভার অন্য সদস্যরা।
বৈঠক শেষে নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
প্রতিবেদনে বলা হয়েছে, এ বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত মন্ত্রিসভার বৈঠক হয়েছে পাঁচটি। এ সময় নেয়া হয়েছে ৪১টি সিদ্ধান্ত। যার মধ্যে বাস্তবায়ন হয়েছে ২০টি। আর বাস্তবায়নাধীন রয়েছে ২১টি।
এ বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত মন্ত্রিসভা বৈঠকে নীতি বা কর্মকৌশল নেয়া হয় একটি। অনুমোদিত চুক্তি বা প্রটোকল হয়েছে চারটি। আর এ সময়ে সংসদে আইন পাস হয়েছে ছয়টি।