করোনা সংক্রমণরোধে জারি করা লকডাউনের মাঝে দেশের তিনটি বিশেষ ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতিতে মামলা দায়ের করা যাবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
বিশেষ ট্রাইব্যুনাল তিনটি হলো, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল ও সাইবার ট্রাইব্যুনাল।
সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, উপযুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, করোনাভাইরাসজনিত উদ্ভূত পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি এবং শারীরিক ও সামাজিক দূরত্ব কঠোরভাবে অনুসরণ করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল এবং সাইবার ট্রাইব্যুনালে নালিশি মামলা দায়ের করা যাবে।
‘এ বিষয়ে সংশ্লিষ্ট বিচারক শারীরিক উপস্থিতিতে অভিযোগকারীর জবানবন্দি গ্রহণ করবেন এবং এজলাসকক্ষে স্বাস্থ্যবিধি প্রতিপালনসহ সামাজিক দূরত্ব বজায় নিশ্চিতকরণে প্রয়োজনীয় পদ্ধতি নির্ধারণ করবেন।’
করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলে সরকার লকডাউন ঘোষণা করে। তার পরিপ্রেক্ষিতে গত ১১ এপ্রিল সুপ্রিম কোর্ট প্রশাসন এক বিজ্ঞপ্তি জারি করে ভার্চুয়ালি কোর্ট চালুর সিদ্ধান্ত জানায়। এরপর থেকে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চুয়ালি আদালতে শুনানি হয়। দীর্ঘদিন পর ফের শারীরিক উপস্থিতি ট্রাইব্যুনালের মামলা পরিচালনার সিদ্ধান্ত আসে।