রাজধানীর একটি আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
তার নাম মো. রুবেল। বয়স ২৬ বছর। গ্রামের বাড়ি নোয়াখালী সদর উপজেলার চররিয়া এলাকায়।
রোববার সন্ধ্যা সাতটার দিকে মতিঝিল থানার পুলিশ ফকিরাপুল এলাকার আবাসিক হোটেল আল–আকসারের স্টাফ রুম থেকে রুবেলের মরদেহ উদ্ধার করে।
তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা পুলিশের।
মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম নিউজবাংলাকে বলেন, রুবেল দুই বছর আগে বিয়ে করেছেন। আট মাস বয়সের একটি সন্তান আছে।
তার স্ত্রী ও সন্তান গ্রামের বাড়ি থাকে। হোটেল আল–আকসারের ছয়তলার ছাদে কর্মীদের থাকার একটি কক্ষ রয়েছে। সেখানে গলায় গামছা বাঁধা অবস্থায় রুবেলের মরদেহ পাওয়া যায়।
পুলিশ জানায়, গলায় গামছা বাঁধা ঝুলন্ত অবস্থায় মরদেহটি পাওয়া যায়। তিনি বিকেলে হোটেলের ছাদে থাকা কক্ষে গিয়ে গলায় ফাঁস নেন বলে ধারণা তাদের।
ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।