বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দ্বিতীয় টিকা নেয়ার ৯ দিন পর ইউএনওর করোনা

  •    
  • ৩ মে, ২০২১ ০০:০৩

গত ২৩ এপ্রিল আসাদুজ্জামান করোনার টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেন। টিকা নেয়ার পাঁচ দিন গত ২৮ এপ্রিল থেকে তার শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। পরে রোববার বিকেলে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে ইউএনওর করোনা সংক্রমণ নিশ্চিত হওয়া যায়।

করোনাভাইরাস প্রতিরোধী টিকার দ্বিতীয় ডোজ গ্রহণের ৯ দিন পর বরগুনার আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামানের শরীরে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়েছে।

করোনায় আক্রান্ত হওয়ায় তিনি তার সরকারি বাসভবনেই চিকিৎসকদের পরামর্শে চিকিৎসাধীন রয়েছেন।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য বলছে, গত ২৩ এপ্রিল আসাদুজ্জামান করোনার টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেন। টিকা নেয়ার পাঁচ দিন ২৮ এপ্রিল থেকে তার শরীরে করোনার উপসর্গ দেখা দেয়।

পরে রোববার বিকেলে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে ইউএনওর করোনা সংক্রমণ নিশ্চিত হওয়া যায়।

আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল মুনয়েম সাদ নিউজবাংলাকে বলেন, ‘তিনি (ইউএনও) তার বাসভবনে আমাদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থা ভালো আছে।’

গত ৭ ফেব্রুয়ারি থেকে করোনার গণটিকা শুরু হওয়ার পর যারা টিকা নিয়েছেন, তাদের মধ্যে বহুজনের মধ্যেই ভাইরাসটির সংক্রমণের প্রমাণ পাওয়া গেছে। টিকা গ্রহণকারীর মৃত্যুর ঘটনাও ঘটেছে একাধিক।

বাংলাদেশ এখন পর্যন্ত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত যে টিকা প্রয়োগ করছে, তার দুটি ডোজ নিলে কার্যকারিতা হতে পারে ৬৫ থেকে ৯০ শতাংশ।

টিকা প্রয়োগ শুরু করার পরও সরকারের পক্ষ থেকে টিকা গ্রহীতাদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেয়া হয়েছে। জানানো হয়েছে, টিকা শতভাগ সুরক্ষা দেবে না কোনোভাবেই।

তবে যারা টিকা গ্রহণ করেছেন, তাদের মধ্যে সংক্রমণ হলেও মাত্রা কম থাকে বলে গবেষণায় পাওয়া গেছে। টিকা গ্রহীতার মৃত্যুঝুঁকি কম বলেও উঠে এসেছে সেই গবেষণায়।

চট্টগ্রামের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) একদল গবেষক ২০০ টিকা গ্রহীতাকে নিয়ে কাজ করে এই তথ্যে পৌঁছেছেন।

এ বিভাগের আরো খবর