বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদ মর্যাদার ৬৩ জন কর্মকর্তাকে পুলিশ সুপার (৫ম প্রেড) পদে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
রোববার স্বারাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ এর উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেয়া হয়।
এদের মধ্যে নয় জন নারী পুলিশ কর্মকর্তা। এরা পুলিশ সদরদপ্তরসহ দেশের বিভিন্ন রেঞ্জে কর্মরত ছিলেন।
যারা পদোন্নতি পেয়েছেন, তাদের বেশিরভাগই ঢাকা মহানগর পুলিশে কর্মরত। পুলিশ অধিদপ্তরেও আছেন উল্লেখযোগ্য সংখ্যক কর্মকর্তা। সিআইডি, র্যাব, পিবিআইয়েও কাজ করছেন কেউ কেউ। বাকিরা বিভিন্ন জেলা পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত। এরা নতুন কর্মস্থল পাবেন কি না, সে বিষয়ে প্রজ্ঞাপনে কিছু বলা হয়নি।
যারা পদোন্নতি পেয়েছেন
নুরুল আলম, তিনি ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি কার্যালয়ে কর্মরত আছেন।
মোমতাজুল এহসান আহাম্মদ হুমায়ুন, তিনি ঢাকা মহানগর পুলিশে অতিরিক্ত উপকমিশনার হিসেবে কর্মরত আছেন।
মোহাম্মদ হানিফ, তিনি ঢাকা পুলিশ অধিদপ্তরে কর্মরত আছেন।
মনিরুল ইসলাম, তিনিও পুলিশ অধিদপ্তরে কর্মরত আছেন।
রিয়াজুল কবির, তিনি লক্ষ্মীপুর পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত আছেন।
শাহজাহান মিয়া, তিনি ময়মনসিংহ পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত আছেন।
ফারুক হোসেন, তিনি শিল্পাঞ্চল পুলিশ ইউনিটে কর্মরত আছেন।
কাজী মো. ছোয়াইব, তিনি বরিশাল মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার হিসেবে কর্মরত আছেন।
উত্তম প্রসাদ পাঠক, তিনি রংপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার হিসেবে কর্মরত আছেন।
এ কে এম জহিরুল ইসলাম, তিনি গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত আছেন।
সাইফুল ইসলাম সানতু, তিনি ঢাকার রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে কর্মরত আছেন।
আবুল হাসনাত খান, তিনি ঢাকা পুলিশ অধিদপ্তরে কর্মরত আছেন।
আনোয়ার হোসেন, তিনি হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত আছেন।
এম নাজেম আহমেদ, তিনি পুলিশ অধিদপ্তরে কর্মরত আছেন। আর প্রেষণে আছেন সিনিয়র ইঞ্জিনিয়ার ট্রান্সমিশন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেলে কর্মরত।
আরিফুল ইসলাম, তিনি মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত আছেন।
মিজানুর রহমান, তিনি কিশোরগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত আছেন।
আ ফ ম নিজাম উদ্দিন, তিনি ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে কর্মরত আছেন।
সালাউদ্দিন শিকদার, তিনি যশোর পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত আছেন।
জি এম আবুল কালাম আজাদ, তিনি খুলনা জেলা পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত আছেন।
মোতাজ্জের হোসেন, তিনি পুলিশের বিশেষ শাখায় কর্মরত।
এস এম ফজলুল হক, তিনি র্যাবে কর্মরত।
আব্দুল হান্নান, তিনি মাদারীপুর পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত আছেন।
আহাদুজ্জামান মিয়া, তিনি ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার হিসেবে কর্মরত আছেন।
কানাই লাল সরকার, তিনি খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার হিসেবে কর্মরত আছেন।
আসলাম শাহাজাদা, তিনি তিনি ১৩ আর্মড পুলিশ ব্যাটালিয়ানে কর্মরত আছেন।
এ এ এম হুমায়ুন কবীর, তিনি চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার হিসেবে কর্মরত আছেন।
আজিম-উল-আহসান, তিনি কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত আছেন।
জসীম উদ্দিন, তিনি ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার হিসেবে কর্মরত আছেন।
আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, তিনি নীলফামারী পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত আছেন।
মাহবুব উজ জামান, তিনি ঢাকা পুলিশ অধিদপ্তরে কর্মরত আছেন।
এহতেশামুল হক, তিনি খুলনা পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত আছেন।
কাজী এহসানুল কবীর, তিনি ঢাকা পুলিশ অধিদপ্তরে কর্মরত আছেন।
রাসেল শেখ, তিনি নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত আছেন।
রকিবুল আক্তার, তিনি নওঁগা পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত আছেন।
মাহমুদুল হাসান, তিনি রাজশাহী পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত আছেন।
কামাল হোসেন, তিনি ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত আছেন।
এস এম নাজমুল হক, তিনি ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার হিসেবে কর্মরত আছেন।
তৌহিদুল ইসলাম, তিনি যশোর পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত আছেন।
মো. হাবীবুল্লাহ, তিনি ঝালকাঠি পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত আছেন।
মতিউর রহমান সিদ্দিকী, তিনি রাজশাহী পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত আছেন।
আর এম ফয়জুর রহমান, তিনি ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার হিসেবে কর্মরত আছেন।
মাহবুবুল আলম, তিনি সিলেট পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত আছেন।
ওহাবুল ইসলাম খন্দকার, তিনি ঢাকা পুলিশ অধিদপ্তরে কর্মরত আছেন।
আবুল কাশেম মো. বাকী বিল্লাহ, তিনি ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার হিসেবে কর্মরত আছেন।
এম. এন. মোর্শেদ, তিনি ঢাকা পুলিশ অধিদপ্তরে কর্মরত আছেন।
আমিনুল ইসলাম, তিনি সিলেট পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত আছেন।
আবু তোরাব মো. শামছুর রহমান, তিনি ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার হিসেবে কর্মরত আছেন।
সাফিউল সারোয়ার, তিনি ঢাকা পুলিশ অধিদপ্তরে কর্মরত আছেন।
শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, তিনি কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত আছেন।
আলমগীর হোসেন, তিনি ১৩ আমর্ড পুলিশ ব্যাটালিয়ানে কর্মরত আছেন।
মাসুদ আলম, তিনি ঢাকা পুলিশ অধিদপ্তরে কর্মরত আছেন।
আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, তিনি ঢাকা পুলিশ অধিদপ্তরে কর্মরত আছেন।
শফিকুল ইসলাম, তিনি টাঙ্গাইল পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত আছেন।
সৈয়দ রফিকুল ইসলাম, তিনি ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার হিসেবে কর্মরত আছেন।
তাহিয়াত আহমেদ চৌধুরী, তিনি কিশোরগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত আছেন।
নারী যারা
মাহফুজা লিজা, তিনি ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার হিসেবে কর্মরত আছেন।
শামিমা আক্তার, তিনি পাবনা পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত আছেন।
মাসুরা বেগম, তিনি ঢাকা পুলিশ অধিদপ্তরে কর্মরত আছেন।
মুক্তা ধর, তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডিতে কর্মরত আছেন।
জয়িতা শিল্পী, তিনি ময়মনসিংহ পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত আছেন।
নাজলী সেলিনা ফেরদৌসী, তিনি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন, পিবিআইয়ে কর্মরত।
মাকসুদা আকতার খানম, তিনি পুলিশের বিশেষ শাখা, এসবিতে কর্মরত।
শিরীন সুলতানা, তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডিতে কর্মরত আছেন।