ভ্যাপসা গরম থেকে প্রশান্তি পেল নগরবাসী। কয়েক দিনের উত্তাপ থেকে রেহাই দিল ঝড়-বৃষ্টি।
রোববার বিকেলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছিল, রাতে বৃষ্টির সম্ভাবনা আছে। সেই সম্ভাবনা সত্যি হলো রাত পৌনে ১০টার দিকে।
রাজধানীর মালিবাগ, মৌচাক, কাকরাইল, হাতিরঝিল, ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট, শ্যামলী, বাড্ডা এলাকায় শুরুতে বজ্রসহ বৃষ্টি হয়। কোথাও কোথাও হয় ঝুম বৃষ্টি।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘এখন ঢাকার কয়েকটি জায়গায় বজ্রসহ বৃষ্টি হচ্ছে। বৃষ্টি শেষে পরিমাণ জানাতে পারব।’
এর আগে বিকেলে আবহাওয়াবিদ আব্দুল মান্নান নিউজবাংলাকে বলেন, ‘আজকে ঢাকায় কয়েকটি জায়গায় বৃষ্টি হতে পারে। এটি আমরা আমাদের পূর্বাভাসেও দিয়েছি। তবে সেটি খুবই হালকা ধরনের। ঝড়ো অথবা দমকা বাতাস বইতে পারে। সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাত হবে।’