ভ্যাপসা গরম থেকে মুক্তি মিলছে নগরবাসীর। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাতের ঢাকা ভিজতে পারে বৃষ্টিতে। আর চলতি সপ্তাহের শেষ দিকে দেশজুড়ে দেখা যেতে পারে অঝোর ধারার বৃষ্টি।
রোববার আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা আব্দুল মান্নান নিউজবাংলাকে বলেন, ‘আজকে ঢাকায় কয়েকটি জায়গায় বৃষ্টি হতে পারে। এটি আমরা আমাদের পূর্বাভাসেও দিয়েছি। তবে সেটি খুবই হালকা ধরনের। ঝড়ো অথবা দমকা বাতাস বইতে পারে। সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাত হবে।’
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থাকতে পারে। অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসের গতিবেগ থাকবে দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘণ্টায় আট থেকে ১০ কিলোমিটার, যা পরবর্তীতে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়াতে পরিণত হতে পারে।
আব্দুল মান্নান বলেন, ‘দেশে আজ কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে। এভাবে আরও এক থেকে দুই দিন চলবে। এরপর এই সপ্তাহেই সারা দেশেই বৃষ্টিপাত হবে। তখন আর গরমের এত প্রভাব থাকবে না। তাপমাত্রা ৩০ থেকে ৩২ ডিগ্রিতে নেমে আসবে।’
পূর্বাভাসে বলা হয়েছে, রোববার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়, যশোরে ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা তেতুলিয়ায় ১৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ছিল ২৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রামসহ দেশের অন্যত্র অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাবে, সঙ্গে বৃষ্টিপাত হতে পারে।