বায়তুল মোকাররম এলাকায় ভাঙচুর মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির ঢাকা মহানগরের যুগ্ম-সাধারণ সম্পাদক মুফতি ফয়সাল মাহমুদ হাবিবীকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
রিমান্ড শেষে হাবিবীকে রোববার ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে ডিবি পুলিশ। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।
আসামি পক্ষে জয়নুল আবেদীন মেসবাহসহ কয়েকজন আইনজীবী জামিন আবেদন করেন।
উভয় পক্ষের শুনানি শেষে হাবিবীকে কারাগারে আটক রাখার আদেশ দেন ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী।
রাজধানীর ডেমরা থেকে গত বুধবার বিকেল ৪টায় হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের যুগ্ম-সাধারণ মাহমুদ হাবিবীকে আটক করে ডিবি পুলিশের জোনাল টিমের সদস্যরা।
পরে তাকে বায়তুল মোকাররম এর ঘটনায় পল্টন থানায় করা মোদি বিরোধী আন্দোলনের নামে সহিংসতা ও নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
পরের দিন মাহমুদ হাবিবীকে আদালতে হাজির করা হলে ১০ দিনের জন্য রিমান্ডে পেতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ড দেন।
হাবিবী ঢাকার ডেমরার মদিনা চত্বর সেন্ট্রাল জামে মসজিদের খতিব।
মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে গত ২৬ মার্চ রাজধানীর বায়তুল মোকাররমে হেফাজতের কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষের জেরে সহিংসতা হয় চট্টগ্রামের হাটহাজারী, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও কিশোরগঞ্জসহ আরও কয়েক জেলায়।
এসিল্যান্ডসহ সরকারি অফিস, মুক্তিযুদ্ধভিত্তিক স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালানো হয়। একই রকমের তাণ্ডব চালানো হয় ব্রাহ্মণবাড়িয়ায়ও। এসব ঘটনায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়, আগত হয় আরও অনেকে।
এর পর থেকেই সরকারের সঙ্গে হেফাজতের দূরত্ব বাড়তে থাকে। বিভিন্ন মামলায় গত কয়েক দিনে গ্রেপ্তার হয় ধর্মভিত্তিক সংগঠনটির শীর্ষ পর্যায়ের অন্তত ৩০ জন নেতা।
এর শুরুটা হয় হেফাজতের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সেক্রেটারি মামুনুল হককে দিয়ে। গত ১৮ এপ্রিল দুপুরে ভাঙচুরের মামলায় গ্রেপ্তার করা হয় তাকে।
চলমান গ্রেপ্তার অভিযানের মধ্যে সরকারের সঙ্গে সমঝোতার আশায় ১৯ ও ২৫ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠক করেন হেফাজত নেতারা। অবশ্য, বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে নিয়ে কিছু জানা যায়নি।
দুই দফার বৈঠকের পরও হেফাজত নেতাদের গ্রেপ্তার থামছে না। গ্রেপ্তার নেতাদের ২০১৩ সালের শাপলা চত্বর ও গত মাসের তাণ্ডবের বিভিন্ন মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।