বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রাতে বৃষ্টির আভাস

  •    
  • ৩০ এপ্রিল, ২০২১ ১৭:৩৮

আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা রুহুল কুদ্দুস নিউজবাংলাকে বলেন, ‘আজকে ঢাকায় কয়েকটি জায়গায় বৃষ্টি হতে পারে। এটি আমরা আমাদের পূর্বাভাসেও দিয়েছি। তবে সেটি খুবই হালকা ধরনের। ঝড়ো অথবা দমকা বাতাস বইতে পারে। সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাত হবে।’

গত কয়েকদিনের তীব্র গরমের পর কমতে শুরু হয়েছে তাপমাত্রা। গত কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। শুক্রবার রাতেও রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা রুহুল কুদ্দুস নিউজবাংলাকে বলেন, ‘আজকে ঢাকায় কয়েকটি জায়গায় বৃষ্টি হতে পারে। এটি আমরা আমাদের পূর্বাভাসেও দিয়েছি। তবে সেটি খুবই হালকা ধরনের। ঝড়ো অথবা দমকা বাতাস বইতে পারে। সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাত হবে।’

তিনি জানান, শুক্রবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়, যশোরে ৩৮.৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গা ২১.০০ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস।

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, কুষ্টিয়া ও যশোর অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া, দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পাারে।

সীতাকুন্ড, রাঙ্গামাটি ,চাঁদপুর, নোয়াখালী, ফেনী, রাজশাহী এবং পাবনা অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা এবং বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। কিছু জায়গায় এই অবস্থার প্রশমিত হতে পারে।

এ বিভাগের আরো খবর