ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে থেকে এক দিন বয়সী নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শাহবাগ থানা পুলিশ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে নবজাতকের মরদেহটি উদ্ধার করে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশীদ নিউজবাংলাকে বলেন, ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগের গেটের পাশে একটি ওষুধের দোকানের পেছন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। একটি কুকুর মরদেহটি টেনে নিয়ে যাচ্ছে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন।
ওসি মামুন বলেন, কে বা কারা মরদেহটি ফেলে গেছে সেটা জানা যায়নি। রাত আনুমানিক ৩টার দিকে অজ্ঞাত পরিচয় মরদেহটি কেউ ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।
নবজাতকের মরদেহটি ঢাকা মেডিক্যাল মর্গে রাখা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা মামুন।