ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরিচ্ছন্নতা কর্মী নিয়োগের ভুয়া নিয়োগপত্র দেখিয়ে ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গ্রেপ্তার ইয়াসিন বাপ্পী রাজধানীর বংশাল থানার নবাবপুরের বাসিন্দা।
বুধবার ভোরে বংশাল থেকে সিআইডির একটি দল তাকে গ্রেপ্তার করে বলে জানিয়েছেন সংস্থাটির সিনিয়র এএসপি (মিডিয়া) জিসানুল হক জিসান।
এর আগে মঙ্গলবার তার নামে বংশাল থানায় মামলা করেন পাবেল দাস নামের এক ভুক্তভোগী।
সিআইডির সিনিয়র এএসপি (মিডিয়া) জিসানুল হক জিসান বলেন, ‘গ্রেপ্তার ইয়াসিন প্রতারক চক্রের সক্রিয় সদস্য। বিভিন্ন ব্যক্তিকে ভুয়া নিয়োগপত্র দিয়ে টাকা আত্মসাৎ করাই তার পেশা। মামলার বাদী পাবেল পূর্ব পরিচিত মানিক লাল নামে এক ব্যক্তির মাধ্যমে ইয়াসিনের সঙ্গে পরিচিত হয়। একপর্যায়ে ইয়াসিন বাদীকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরিচ্ছন্নতা কর্মী পদে চাকরি দিতে পারবে বলে জানায়।’
তিনি বলেন, ‘পাবেলকে ইয়াসিন জানায় তার সঙ্গে ডিএসসিসির সচিব থেকে শুরু করে প্রশাসনের সব কর্মকর্তার সুসম্পর্ক রয়েছে। চাকরি পেতে হলে তাকে ৪ লাখ ২৫ হাজার টাকা দিতে হবে। আসামির কথা বিশ্বাস করে তাকে ৪ লাখ ২৫ হাজার টাকা দেন পাবেল। এভাবে পাবেলসহ আরও চার ভুক্তভোগীর কাছ থেকে চাকরি দেয়ার কথা বলে মোট ২১ লাখ টাকা আত্মসাৎ করে ইয়াসিন।’
এএসপি জিসান জানান, ইয়াসিন বাপ্পীকে আদালতে পাঠানো হয়েছে।