করোনার কারণে কর্মহীন নিম্ন আয়ের মানুষদের জন্য নগদ টাকা পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জের কাশিয়ানীতে ৫০০ পরিবারকে এই সহায়তা করা হয়।
বৃহস্পতিবার বেলা ১১টায় কাশিয়ানী সদর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন চত্বরে প্রতিটি পরিবারকে ৫০০ টাকা করে দেয়া হয়।
কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্র নাথ রায় ও কাশিয়ানী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান খান তাদের হাতে টাকা দুলে দেন।
সব মিলিয়ে বিতরণ করা হয়েছে দুই লাখ ৫০ হাজার টাকা।
টাকা দেয়ার সময় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে আর একান্ত প্রয়োজন না হলে ধরের বাইরে যেতে নিষেধ করা হয়।
বলা হয়, লকডাউনে কাজ কমে যাওয়ায় আয়হীন মানুষদের পাশে সরকার সব সময় থাকবে। এটাই শেষ সহায়তা নয়। আরও সহায়তা আসবে।
গত ৫ এপ্রিল থেকে শুরু হওয়া লকডাউনের কারণে অফিস আদালত বন্ধ প্রায়। ব্যবসা বাণিজ্য শুরু হলেও গতি কম। এ কারণে নিম্ন আয়ের মানুষরা পড়েছেন বিপাকে।
এই মানুষদের সহায়তা করতে সরকার ত্রাণ বিতরণ করে যাচ্ছে। পাশাপাশি দেয়া হচ্ছে আর্থিক সহায়তা। গত বছরের মতো এবারও ৩৫ লাখ পরিবারকে নগদ আড়াই হাজার টাকা করে দেয়া হবে।
নগদ সহায়তা বিতরণ মানিকগঞ্জেও
বেলা ১২টার দিকে সদর উপজেলার জাগীর ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে পাঁচশ দুঃস্থ পরিবারের মধ্যে পাঁচশ টাকা করে বিতরণ করেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস।
তিনি বলেন, ‘লকডাউনের কারণে অনেক দরিদ্র ও দুঃস্থ মানুষ কর্মহীন হয়ে পড়েছে। কেউ যেন না খেয়ে থাকে সেজন্য প্রধানমন্ত্রী আপনাদের আর্থিক সহায়তা দিচ্ছে।’
সহায়তা পাওয়া ইসমাইল হোসেন বলেন, ‘ঈদের আগে সরকার টাকা দিয়া অনেক উপকার করল। এই টাকা দিয়া কয়েকটা দিন সংসার চালাইতে পারুম। টাকা পাইয়া ভালো হইছে।’