বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পাহাড়ে শ্রমজীবীদের হাতে প্রধানমন্ত্রীর উপহার

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৯ এপ্রিল, ২০২১ ১৫:৪২

‘করোনার এমন সংকটকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে থাকতে বান্দরবানের মানুষ কখনও না খেয়ে থাকবে না। ভবিষ্যতেও দেশের যেকোনো ক্রান্তিকালে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।’

করোনা মহামারিতে প্রধানমন্ত্রীর পাঠানো উপহার পেয়েছে বান্দরবান সদর ইউনিয়নের রেইছা এলাকার ১৫০ জন দরিদ্র ও শ্রমজীবী মানুষ। সদর ইউনিয়নের নবগঠিত জামছড়ি ইউনিয়নের ক্রাইক্ষ্যং এলাকায় পেয়েছে আরও ৩৫০ জন।

বৃহস্পতিবার সকালে রেইছা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশেসিং ১৫০ জনের হাতে উপহার তুলে করেন।

অন্যদিকে জামছড়ি ইউনিয়নের ক্রাইক্ষ্যং এলাকায় পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩৫০ জনের হাতে উপহার তুলে দেন।

বান্দরবান জামছড়ি ইউনিয়নের ক্রাইক্ষ্যং এলাকায় পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা ৩৫০ জনের হাতে উপহার তুলে দেন

উপহারসামগ্রীর মধ্যে আছে চাল, তেল, ডালসহ বিভিন্ন নিত্যপণ্য।

পার্বত্যমন্ত্রী বলেন, ‘করোনার এমন সংকটকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে থাকতে বান্দরবানের মানুষ কখনও না খেয়ে থাকবে না। আগামীতেও এ ধরনের দেশের যে কোনো ক্রান্তিকালে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।’

সবাইকে সচেতন হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শও দেন মন্ত্রী।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এ টি এম কাউছার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌছিফ আহমেদ, পার্বত্য জেলা পরিষদ সদস্য ক্যসাপ্রু মারমা, লক্ষ্মীপদ দাশ, মোজ্জামেল হক বাহাদুর, বান্দরবান সদর উপজেলা (মহিলা ভাইস চেয়ারম্যান) য়ইং সা মারমা,বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান সাচপ্রু মারমাও এ সময় উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো খবর