বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

করোনা: ভারতকে সহায়তার প্রস্তাব বাংলাদেশের

  •    
  • ২৯ এপ্রিল, ২০২১ ১৪:৪২

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মহামারির বিরুদ্ধে লড়াইয়ে ভারতের জনগনের পাশে দাঁড়াতে চায় বাংলাদেশ। এরই অংশ হিসেবে জরুরি ভিত্তিতে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠানোর প্রস্তাব দেয়া হয়েছে।

করোনা মহামারি মোকাবিলায় ভারতের পাশে দাঁড়াতে জরুরি ও চিকিৎসা সামগ্রী পাঠানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে জরুরি ওষুধ ও চিকিৎসা সামগ্রীবাহী বিশেষ বিমান পাঠাতে ভারতকে প্রস্তাব দেয়ার কথাও জানানো হয়েছে ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান করোনা মহামারিতে বিপর্যস্ত ভারত। দেশটিতে কোভিড পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। এ অবস্থায় বাংলাদেশ সরকার মহামারির বিরুদ্ধে লড়াইয়ে ভারতের জনগনের পাশে দাঁড়াতে চায়। এরই অংশ হিসেবে জরুরি ভিত্তিতে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভারটে পাঠাতে চাওয়া ওষুধ ও চিকিৎসা সামগ্রীর মধ্যে রয়েছে ইনজেক্টেবল অ্যান্টি-ভাইরাল, ওরাল অ্যান্টি-ভাইরাল, ৩০ হাজার পিপিই কিট এবং কয়েক হাজার জিংক, ক্যালসিয়াম, ভিটামিন সি এবং অন্যান্য প্রয়োজনীয় ট্যাবলেটের প্রায় ১০ হাজার বোতল।

বিজ্ঞপ্তিতে ভারতে করোনা মহামারি ছড়িয়ে পড়ায় ও ব্যাপক প্রাণহানির ঘটনায় বাংলাদেশের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশও করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ এই সংকটময় মুহূর্তে ঘনিষ্ঠ প্রতিবেশী ভারতের প্রতি সংহতি জানায়। দেশটির জনগণের জীবন বাঁচাতে প্রতিটি সম্ভাব্য উপায়ে সহায়তা সরবরাহ প্রস্তুত বাংলাদেশ। দেশের মানুষের চিন্তাভাবনা ও প্রার্থনা তাদের দুর্দশা নিরসনের জন্য ভারতের জনগণের সঙ্গে রয়েছে। প্রয়োজনে বাংলাদেশ ভারতকে আরও সহায়তা দিতে আগ্রহী।

চলতি মাসে ভারতের করোনা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীর সংখ্যা এখন চার লাখ ছুঁই ছুঁই। মৃত্যুর সংখ্যা দিনে সাড়ে তিন হাজার ছাড়িয়ে গেছে।

ভারতের একটি শ্মশানের চিত্র। করোনায় মৃত্যু বাড়ায় সেখানে আগুন জ্বলছে সারাক্ষণ

সংক্রমণ বাড়ার পাশাপাশি দেশটিতে অক্সিজেন সংকটের বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। হাসপাতালগুলো উপচে পড়ছে রোগীতে। সেখানে নতুন যে ভ্যারিয়েন্ট ছড়িয়েছে, তাতে রোগীদের দ্রুত অক্সিজেন দিতে হচ্ছে। কিন্তু সরবরাহ সংকটে অনেক রোগী মারা যাচ্ছে।

সরকারি তথ্য অনুযায়ী, ভারতে বুধবার ৩ লাখ ৭৯ হাজার মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। ওই দিন দেশটিতে মৃত্যু হয় ৩ হাজার ৬৪৫ জনের।

ভারতে এখন পর্যন্ত ১ কোটি ৮৩ লাখ মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ২ লাখ ৪ হাজারের বেশি মানুষ।

চলমান পরিস্থিতি মোকাবিলায় ভারতকে সাহায্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া ও চীন। সহায়তার প্রস্তাব দিয়েছে পাকিস্তানও। যদিও দেশটি চিকিৎসা সরঞ্জামের জন্য বহুলাংশে ভারতের ওপর নির্ভরশীল।

এক টুইটবার্তায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড জে অস্টিন বলেন, ভারতের সম্মুখসারির স্বাস্থ্যকর্মীদের সহায়তায় সম্ভাব্য সব করবে যুক্তরাষ্ট্র।

করোনাভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতি মোকাবিলায় সহায়তা করতে ভারতে ১০ কোটি ডলারের বেশি মূল্যের চিকিৎসাসামগ্রী পাঠাচ্ছে উত্তর আমেরিকার দেশটি।

এ বিভাগের আরো খবর