লকডাউনের মধ্যে বাসস্ট্যান্ডে দাঁড় করে রাখা নয়টি বাস পুড়ে গেল আগুনে। পাশে থাকা ছয়টি বাস থাকলেও রক্ষা করেছে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় জনগণ।
পুলিশ বলছে, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। পুড়ে যাওয়া বাসগুলো এন মল্লিক পরিবহনের।
ফায়ার সার্ভিস জানাচ্ছে, বাসস্ট্যাণ্ডের পাশে থাকা একটি তেলের দোকানে আগুন লাগে। সেখান থেকে আগুন বাসগুলোতে ছড়িয়ে যায়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম শেখ নিউজবাংলাকে বলেন, ‘আমরা প্রাথমিকভাবে জেনেছি, পাশে একটি তেলের দোকান রয়েছে। সেখানে আগুন লাগে। ওই দোকানে জাকির নামে একজন কাজ করছিলেন। তিনি জানিয়েছে, কাজ করার সময় হঠাৎ আগুন দেখতে পায়। এরপর আগুন গাড়িতে লেগে যায়।’
সিরাজুল ইসলাম বলেন, ‘ওখানে আরও ছয়টি গাড়ি ছিল। যেগুলো সাধারণ মানুষের সহায়তায় আমরা দূরে সরিয়ে নিয়েছিলাম। তবে নয়টি গাড়ি পুড়ে গেছে।’
স্থানীয়রা বাসস্ট্যান্ট সংলগ্ন নদীর তীরে বিভিন্ন ময়লা আবর্জনা ফেলে, সেখানে আগুন দেয়া হয়। এই আগুন থেকেও সূত্রপাত হতে পারে বলেও বলাবলি হচ্ছে বলে শুনতে পারার কথাও জানান পুলিশ কর্মকর্তা সিরাজুল ইসলাম।
তিনি বলেন, ‘ফায়ার সার্ভিস তদন্ত কমিটি করে কারণ খুঁজে বের করবে। আমরা অনুসন্ধান করছি।’
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার শাহজাহান শিকদার সাংবাদিকদের বলেন, ‘আগুনের কারণ তদন্তের পর জানা যাবে।’
এন মল্লিক পরিবহনের এক কর্মী বলেন, তারা ধারণা করছেন তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত। সেই দোকান থেকে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। সেই আগুনের ফুলকি বাসে পড়লে আগুন ধরে যায়।